৪০ জন তারকা প্রার্থীর প্রচারে প্রথম দফায় নির্বাচন সারবে বিজেপি

৪০ জন তারকা প্রার্থীর প্রচারে প্রথম দফায় নির্বাচন সারবে বিজেপি

কলকাতা: চল্লিশ জন তারকা প্রচারকারী থাকছেন রাজ্য বিজেপির প্রথম পর্বের ভোট-প্রচারে। যে তালিকায় এক নম্বর নামটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে প্রথম দফায় ভোট ২৭ মার্চ। মূলত জঙ্গলমহলে এই ভোট। পুরুলিয়া, বাঁকুড়া ভাগ ১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ভাগ ১, পূর্ব মেদিনীপুর ভাগ ১। মোট ৫ জেলায় ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।

পুরুলিয়ায় ৯টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে প্রথম দফায়। বাঁকুড়ায় ৪টি, পূর্ব মেদিনীপুরে ৭টি, পশ্চিম মেদিনীপুরে ৬টি এবং ঝাড়গ্রামে ৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। প্রথম দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমা, প্রত্যাহারের কাজ শেষ।

বিজেপির প্রথম দফায় তারকা প্রচারকারীদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও রয়েছেন – স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধান, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, যোগী আদত্যনাথ, রোঘুবর দাস, শাহনাওয়াজ হুসেন, মিঠুন চক্রবর্তী।

চল্লিশ জনের ওই তালিকায় রয়েছেন বিনোদন জগতের অনেকেই। যেমন একাধারে সাংসদ, গায়ক ও নায়ক মনোজ তিওয়ারি, বাংলা সিনেমার নায়ক যশ দাশগুপ্ত, নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায়। হিরণ খড়গপুর সদর থেকে প্রার্থীও হয়েছেন। ওই তালিকায় রয়েছে চেনা মুখও। যেমন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায়। লকেট চট্টোপাধ্যায়। মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজু বন্দ্যোপাধ্যায়। অমিতাভ চক্রবর্তী। জ্যোতির্ময় সিং মাহাত এবং আরও অনেকে।

বিজেপি প্রার্থী তালিকায় কিছু চমক থাকছে। অনেক বেশি টলিউডের অভিনেতা – অভিনেত্রীরা থাকছেন সেই তালিকায়। বিজেপির তারকা-প্রার্থীরা তৈরি। পার্টির অভ্যন্তরে জল্পনা বেশ কিছু উল্লেখযোগ্য সিটে তৃণমূলকে বেগ দিতে তারকা প্রার্থীদের এগিয়ে দিচ্ছে বিজেপি।

কিছুদিন আগেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরের সঙ্গে টলিউড কলাকুশলী এবং পরিচালকদের ছবি দেখে ভোটের আগে আবার বেশ সরগরম বঙ্গ রাজনীতি। কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছেন – রুদ্রনীল ঘোষ, হিরণ, যশ সহ বেশ কয়েকজন। কিন্তু ভোটের মুখে এই অনুষ্ঠান বিভিন্ন প্রশ্ন উঠিয়েছে। টলিউড নিয়ে বিজেপির বৃহত্তর পরিকল্পনা যে রয়েছে তা সি অনুষ্ঠানে স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 4 =