Aajbikel

বাংলায় রাজ্যপাল বদল? আনন্দকে সরানোর আর্জি গেল দিল্লিতে

 | 
সিভি আনন্দ বোস

কলকাতা: প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের সম্পর্ক ছিল অনেকটাই ‘মধুর’৷ তবে, বর্তমান রাজ্যপালের সঙ্গে ততটাও স্বচ্ছন্দ নন শুভেন্দু অধিকারীরা। বরং রাজ্যপালের বিরুদ্ধে অনেক নালিশ রয়েছে তাঁদের৷ বিজেপির প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত তো সরাসরি তৃণমূলের সঙ্গে আপস করার অভিযোগে সোচ্চার হয়েছিলেন। এমতাবস্থায় রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসকে সরানোর আর্জি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দরবারে গেল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির একাংশের আশা, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর রাজভবনের দায়িত্ব সঁপা হবে নতুন হাতে৷ কানাঘুষো, রাজ্যপাল বোসকে পাঠানো হতে পারে উত্তর-পূর্বের কোনও রাজ্যে। বিজেপির একটি সূত্রের কথায়, রাজ্যপাল বোস আগ বাড়িয়ে এমন কিছু পদক্ষেপ করেছেন, যাতে অস্বস্তি তৈরি হয়েছে৷ আবার তিনি হঠাৎ করে দহরম মহরম শুরু করছেন, সেটাও যথেষ্ট বিষ্ময়ের।

Around The Web

Trending News

You May like