মমতার মাইক বন্ধের প্রতিবাদে বিধানসভায় আলোচনার প্রস্তাব তৃণমূলের, ওয়াক আউট বিজেপি’র

কলকাতা: নীতি আয়োগের বৈঠকে পাঁচ মিনিট বলার পরই মাইক বন্ধ করে দেওয়া হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মাইক বন্ধের প্রতিবাদে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে…

কলকাতা: নীতি আয়োগের বৈঠকে পাঁচ মিনিট বলার পরই মাইক বন্ধ করে দেওয়া হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মাইক বন্ধের প্রতিবাদে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল। পাল্টা প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়কেরা। বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শাসক বিরোধী স্লোগানও তোলেন তাঁরা।

 

মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া নিন্দা প্রস্তাব আনতেই প্রতিবাদ জানায় বিজেপি বিধায়কেরা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘‘এটা পূর্বপরিকল্পিত মিথ্যাচার। আমরা এই প্রস্তাব মানি না।  পিসি-ভাইপো মিলে দিল্লিতে সেটিং করতে গিয়েছিলেন। সেটা পারেননি বলেই বৈঠকের বাইরে এসে মিথ্যা বলেছেন।’’