কলকাতা: বাম-কংগ্রেস জোট নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের পাল্টা তীব্র জবাব দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। হাত ও কাস্তে-হাতুড়ির হাত ধরাধরি নিয়ে ব্রিগেড সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীক্ষ্ণ খোঁচা সইতে পারলেন না বাম নেতারা। জবাবী আক্রমণে রবিবারের বিজেপি ব্রিগেড সমাবেশকে মোদি-মমতার ‘গেম প্ল্যান’ বলে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। মুখ খুললেন বর্ষীয়ান বাম নেতা আব্দুল মান্নানও।
রবিবার ব্রিগেডে ভারতীয় জনতা পার্টির সুবিশাল জনসভা থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তৃণমূলের পাশাপাশি বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মহাজোট নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “একটা সময়ে কংগ্রেসের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা বলত বামেরা। এখন সেই কংগ্রেসের হাতই ধরতে হয়েছে তাদের। সেই হাতই এখন আশীর্বাদ হয়ে এসেছে বামফ্রন্টের কাছে।”
এই মন্তব্যের পাল্টা রাজ্যের বামফ্রন্টের শক্তিকে এখন ভয় পাচ্ছে বিজেপি বলে কটাক্ষ করেন বাম পরিষদের নেতা সুজন চক্রবর্তীর। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতে আজ স্পষ্ট হয়ে গিয়েছে যে বামফ্রন্টকে এখন ভয় পাচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী যখন ব্রিগেডের সমাবেশে সার্কাস দেখাচ্ছেন, উত্তরবঙ্গে তখন মুখ্যমন্ত্রী নাটক করছেন। মুখ্যমন্ত্রীও একসময় বামেদের দূরবীন দিয়ে দেখতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন। কিন্তু এখন বামফ্রন্টকে এত বেশি দেখা যাচ্ছে বলে মোদি-মমতা দুজনেই ভয় পেয়েছেন। বাম-কংগ্রেস ও আইএসএফ জোট প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দু’জনকেই খেলা দেখিয়ে ছাড়বে।”
বাম নেতা আব্দুল মান্নানও প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর আঁতাতের অভিযোগ তুলে কটাক্ষ করেছেন, “তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত রয়েছে বিজেপির। সেই জন্যই বাম কংগ্রেসের জোট ভাঙতে চাইছেন প্রধানমন্ত্রী। যদিও তিনি তা ভাঙতে পারবেন না।” আবার রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে তার মন্তব্য, “রান্নার গ্যাসের দাম হাজার টাকা হতে চলেছে। গৃহস্থের হেঁশেলে আগুন লেগেছে। বিকাশের নামে মানুষকে বিপদে ফেলছেন প্রধানমন্ত্রী।”