‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ নাড্ডার, সেই মঞ্চেই গেরুয়া হলেন পায়েল

‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ নাড্ডার, সেই মঞ্চেই গেরুয়া হলেন পায়েল

 

কলকাতা:  লক্ষ্য একুশের নির্বাচন৷ আর সেই লক্ষ্যভেদ করতেই বিজেপি’র নয়া কর্মসূচি ‘লক্ষ্য সোনার বাংলা’৷ এই কর্মসূচি উদ্বোধনে গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা৷ বৃহস্পতিবার সকালে তিনি পৌঁছে যান হেস্টিংয়ে বিজেপি’র কার্যালয়ে৷ অন্যদিকে সেখানেই আজ বিজেপি’র আদর্শে দীক্ষিত হলেন অভিনেত্রী পায়েল সরকার৷  

ক’দিন আগেই বিজেপি’তে যোগ দিয়েছিলেন যশ দাশগুপ্ত৷ এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার৷ হেস্টিংসে বিজেপি’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি’র বঙ্গ সভাপতি দিলীপ ঘোষ৷ ভোটের আগে নেতাদের দল বদলের মধ্যেই চলছে তারকাদের রাজনীতির ময়দানে অভিষেক পর্ব৷ গতকাল হুগলীর হাইভোল্টেজ সভায় তৃণমূলে যোগ দেন কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়নী ঘোষ, মনোজ তিওয়ারে সহ একগুচ্ছ তারকা৷ ঠিক তার পর দিনই গেরুয়া শিবিরে নাম তুললেন অভিনেত্রী পায়েল সরকার৷  

এদিকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ২৯৪টি ট্যাবলো ঘুরবে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে৷ আগামী দিনে বিজেপি কী ভাবে বাংলাকে গড়ে তুলতে চায়, সেই লক্ষ্যেই চলবে তাঁদের প্রচারাভিযান৷ যার উদ্বোধন করলেন জেপি নাড্ডা৷ এদিন জনসভা করার কথাও রয়েছে তাঁর৷  এদিন ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে নাড্ডা বলেন, ‘বিজেপির লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা৷ বাংলার গৌরবময় ইতিহাসকে পুনরুদ্ধার করা৷ বাংলার মনীষীদের দর্শনকে সামনে রেখে সোনার বাংলা গড়ে তুলতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ২ কোটি মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে৷ রাজ্যজুড়ে ২৯৪টি কেন্দ্রে থাকবে মোট ৩০ হাজার সাজেশন বক্স৷ মিসড কল করেও  পরামর্শ দিতে পারবে বাংলার মানুষ৷ এই কর্মসূচি চলবে ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত৷  তিনি আরও বলেন,  ‘‘এই সরকারের আমলে বাংলার গৌরবকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেই হৃত গৌরব পুনরুদ্ধার করাই বিজেপির লক্ষ্য। আমরা বলতাম, বাংলা আজ যা ভাবে, আগামীকাল দেশ তা ভাববে৷ সেই কথা সত্যি করেই ফের দেশকে পথ দেখাবে বাংলা।
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =