রণক্ষেত্র বেলেঘাটা, বিজেপি কর্মীদের রাস্তায় ফেল বেধড়ক পেটাল তৃণমূলের বাহিনী

রণক্ষেত্র বেলেঘাটা, বিজেপি কর্মীদের রাস্তায় ফেল বেধড়ক পেটাল তৃণমূলের বাহিনী

42d3a63cc139e0f87989e593bb408d68

কলকাতা: এবার রণক্ষেত্র বেলেঘাটা। খোদ কলকাতার বুকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বেলেঘাটা অঞ্চল। সম্মুখ সমরে নামেন তৃণমূল ও বিজেপির সমর্থক বাহিনী। দীর্ঘক্ষন চলে এই ইটবৃষ্টি। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তপ্ত এলাকায় পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।

বৃহস্পতিবার শেষ দফার নির্বাচনেও উত্তেজনা শেষ নেই। রাজ্যের চার জেলায় এদিন সকাল থেকে ভোট গ্রহণের পাশাপাশি শুরু হয়েছে বিভিন্ন হিংসাত্মক ঘটনাও। উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। বাদ যায়নি খাস কলকাতাও। এদিন সকাল থেকে দুবার বোমাবাজির ঘটনা উঠে এসেছে কলকাতার জোড়াসাঁকো কেন্দ্র থেকে। এরপর বেলা বাড়তেই উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা। এলাকার একটি রাস্তার এপার-ওপারে মুখোমুখি হয়েছে তৃণমূল ও বিজেপি সমর্থকরা। চলছে ইট বৃষ্টি। বিজেপির তরফ এ অভিযোগ করা হয়েছে, লাঠি-বাঁশ-হকি স্টিক দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের। পাল্টা কাঁচের বোতল, ইট ছুঁড়েছে বিজেপিও।

এদিন বেলেঘাটা এলাকার বুথে ঠিকমতো ভোটগ্রহণ হচ্ছিল না, এই খবর পেয়ে বুথে এসেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। অভিযোগ, তাকে দেখেই তেড়ে আসে ৫০-৬০ তৃণমূল কর্মী সমর্থক। রুখে দাঁড়ান বিজেপির কর্মীরাও। ব্যাস, এতেই সংঘর্ষ বেধে যায় দুই পক্ষের মধ্যে। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে বাস ও লাঠি দিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কোনোরকমে রক্তাক্ত অবস্থায় ছাড়া পান বিজেপির এক কর্মী। আহত হয়েছেন মহিলারাও। খবর পেয়ে উত্তপ্ত ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে দেখে তাদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগ করে তারা। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *