তৃণমূলীদের ভোট দিতে দিচ্ছে না বিজেপি! বাড়ি ভাঙচুরের হুমকি, উত্তেজনা

তৃণমূলীদের ভোট দিতে দিচ্ছে না বিজেপি! বাড়ি ভাঙচুরের হুমকি, উত্তেজনা

ভগবানপুর: ভোট দিতে গেলে রাতে বাড়ি ভাঙচুর করা হবে, ঘরে ঢুকে হুমকি দিয়ে মারধর পর্যন্ত করা হয়েছে! বিজেপি কর্মীদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করছে ভগবানপুরের একদল মানুষ। তাদের বক্তব্য, তারা তৃণমূল কংগ্রেস করেন এবং ভোট দিতে যাওয়ার আগে তাদেরকে এইভাবে হুমকি দেওয়া হয়। বিজেপি কর্মীরা হুমকি দিয়েছেন যে যদি তারা ভোট দিতে চান তাহলে রাতে বাড়ি ভাঙচুর করা হবে তাদের। সংবাদ মাধ্যমের সামনে এমন অভিযোগ করতে করতে কেঁদে ফেলেন কেউ কেউ। অনেকেই দাবি করছেন, ভয়ে তারা ভোট দিতে যেতে পারেননি। কেউ আবার ভয় উপেক্ষা করে ভোট দিয়ে এসেছেন।

এলাকায় উপস্থিত কেন্দ্রীয় বাহিনী বলছে যে তারা ভোটারদের আশ্বস্ত করেছেন এবং চাইছেন তাদের সঙ্গে তারা যেন ভোট দিতে যায় কিন্তু কেউ যেতে চাইছেন না। অন্যদিকে রাজ্য পুলিশ এলাকায় থাকলেও এই ঘটনায় এখনও পর্যন্ত সেই ভাবে হস্তক্ষেপ করেনি তারা। তৃণমূল কর্মীদের অভিযোগ, হুমকি দেওয়ার পাশাপাশি যারা ভোট দিতে গিয়েছেন তাদের বুথের বাইরে বের করে দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ, তৃণমূল কর্মীরা ভোট দিতে গেলে তাদের দোকান ভাঙচুর করা হয়েছে, বাড়িতে ঢুকে মহিলাদের মারা পর্যন্ত হয়েছে। যদিও এই গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি এখনও।

আরও পড়ুন: পটাশপুরে বোমাবাজি, ওসি আহত! ‘পাকিস্তানি’দের দুষলেন শুভেন্দু

ওই এলাকার একাধিক মানুষ জানাচ্ছেন, বিজেপির কর্মীরা এসে তাদের বিগত তিন চারদিন ধরে হুমকি দিচ্ছেন এবং ভোট দিতে যেতে বারণ করেছেন। এ ব্যাপারে পুলিশকে জানানো সম্ভব হয়নি কারণ কারো নম্বর তাদের কাছে নেই। তবে এ ব্যাপারে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, দুই তরফেই দায়সারা মনোভাব পোষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দু’তরফে বলা হয়েছে যে তারা আশ্বাস দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবার কথা বললেও কেউ নাকি যেতে চাননি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =