কলকাতা: পশ্চিমবঙ্গের বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নতুন দায়িত্ব নিয়ে শুরু থেকেই দলবদলু নেতাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। বিধানসভা নির্বাচনের পরে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দলবদল করে তৃণমূলে গিয়েছেন। সম্প্রতি বাবুল সুপ্রিয় যেন বঙ্গ বিজেপির ভিত আরও নাড়িয়ে দিয়েছেন। সেই প্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়ে রাখলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্পষ্ট করে বললেন, যারা যেতে চাইছেন তারা চলে যান, ভালই হবে।
আরও পড়ুন- তিন ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর কানাডা
এদিন নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য-প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সহ আরো অনেকে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত বলেন, যারা চলে যাচ্ছেন তারা দলে থেকে গেলে ভালই হতো, তিনি চান রাতে সবাই একসঙ্গে লড়াই করুক। এক সঙ্গে লড়াই করে রাজ্যের উন্নয়ন করতে চান তিনি। কিন্তু যারা রাজ্যপাটের লোভে, সামান্য ভয়ে বিজেপির নীতি-আদর্শ ভুলে চলে যাচ্ছেন তাদের চলে যাওয়াই ভালো। তারা চলে যেতেই পারেন। এই প্রেক্ষিতে তিনি দাবি করেন, একদিন না একদিন তাদের সঙ্গে দেখা হবে, তখন হয়তো তারা অন্যদিকে থাকবেন আর না হলে বিজেপির দিকে আসতে বাধ্য হবেন। নতুন রাজ্য সভাপতি আরো বলেন, যারা বছরের পর বছর ধরে দলের আদর্শে বিশ্বাস করে বিজেপি করে চলেছে সেই সব কর্মীরা যতদিন দলে রয়েছেন ততদিন কোন ভয় নেই। তাদের কাছে দল সব, পার্টি অন্ত প্রাণ তারা।
আরও পড়ুন- চিটফান্ড মামলায় হাই কোর্টে হাজিরা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের
নিজের বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার কার্যত স্বীকার করে নেন যে ভারতীয় জনতা পার্টি এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তিনি এই প্রেক্ষিতে মন্তব্য করেছেন, একজন ছোট বাচ্চাকে হাঁটতে শেখানো কঠিন কাজ, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে সে হাঁটতে শুরু করে। ঠিক সেই ভাবেই এই দল সমস্ত বাধা অতিক্রম করবে এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তালিবানি সরকার উৎখাত করে ছাড়বে। তৃণমূল কংগ্রেস যতই বলুক যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, সেটা কখনোই হবেনা কারণ, বিধির বিধানে লেখা আছে যে ২০২৪ সালে পুনরায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন।