বিজেপির মিছিলে রঙিন জলকামান! মমতাকে চরম হুঁশিয়ারি দিল্লির নেতাদের

বিজেপির মিছিলে রঙিন জলকামান! মমতাকে চরম হুঁশিয়ারি দিল্লির নেতাদের

fec0f444a7ef8678b47233460efbed1a

কলকাতা: যুব মোর্চার নেতা কর্মীদের ওপর রাসায়নিক যুক্ত জল কামান দাগা হয়েছে বলে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ এর বিরুদ্ধে বিজেপি কর্মীরা গণতান্ত্রিকভাবে লড়াই করবেন বলে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷

বিজেপির যুব মোর্চার নবান্ন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্রীয় করে বৃহস্পতিবার দিনভর উত্তাল ছিল রাজ্য৷ এদিন রাস্তার বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেয় পুলিশ৷ পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ কর্মীও মোতায়েন করা হয় কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায়৷ যুব মোর্চা কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জল কামান দাগে পুলিশ৷ তাতে যুব মোর্চার নেতা কর্মীদের পোশাকে রং লেগে যায়৷ মাটিতে শুয়ে পড়তে দেখা যায় রাজু বন্দোপাধ্যায়কে৷ আর এই বিষয়টিকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শুরু করে দেয় বিজেপি৷

তাদের অভিযোগ, রাসায়নিক মেশানো জল কামান ছুঁড়েছে পুলিশ৷ এদিন দিল্লিতে তোপ দাগলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷  টুইটে তিনি লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ ঠেকাতে তাঁদের ওপর বর্বরোচিত বল প্রয়োগ করা হয়েছে৷ ক্ষমতার এই অপব্যবহার অপ্রত্যাশিত এবং নিন্দনীয়৷ আমি তাঁকে আবারও পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, বাংলার হারিয়ে যাওয়া গৌরব এবং গর্ব উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত, হিংসাত্মক এবং একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি৷ মমতা বন্দ্যোপাধ্যায় জমানার অবসান করবে বিজেপি৷’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর জল কামান, দেশী বোমা ছোঁড়া, তাঁদের ওপর লাঠিচার্জ করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, তাঁর দিন গোনা শুরু হয়েছে৷ তিনি বুঝতে পারছেন, বাংলার মানুষ তাঁর স্বৈরাচারী সরকার বদলানোর মন স্থির করে ফেলেছেন৷’’ তবে শুধু মাত্র জেপি নাড্ডাই নন, এদিন পুলিশের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, ‘‘দলের নেতাদের ওপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছে বিজেপি৷ মমতাজি এবং তৃণমূল কংগ্রেসকে আমরা রাজনৈতিক ভাবে জানতে চাই, পুলিশ এবং লাঠি চালিয়ে বিজেপির বৃদ্ধি আটকানো যাবে না৷’’ দলের প্রায় ১৫০০ কর্মী আহত হয়েছেন বলে এদিন দাবি করেন রবিশঙ্কর প্রসাদ৷ এদিন নবান্নের তরফে রাসায়নিক মেশানোর তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে৷ মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানান, শনাক্ত করে রাখতেই হোলির রং ব্যবহার করা হয়েছে৷ কোনও রাসায়নিক ব্যবহার করা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *