কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন। মূলত সেটি শান্তি সম্মেলন। মুখ্যমন্ত্রীকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তাতে লেখা রয়েছে, গত এক দশকে দেশের শান্তি, সামাজিক ন্যায় এবং উন্নয়নে অবদান রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করল বিজেপি, তোলা হল বাংলার ‘শান্তি’র কথা।
এদিন এই ইস্যুতে কথা বলতে গিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তো দেখতে পাচ্ছেন কেমন শান্তি এই রাজ্যে। এই কথা বলে তিনি মুলত ভোট পরবর্তী হিংসার কথাই বলতে চেয়েছেন। তার পাশাপাশি বলেছেন, বাংলায় মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, রেশন পাচ্ছে না, বাংলার অনেক মানুষ এখনও হিংসার কারণে ঘর ছাড়া, এদিকে শান্তির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রোমে দিতে যাবেন। তা একদিকে ভাল, তিনি যাবেন, কয়েকজন আমলা যাবেন, এমনই ভাষায় মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৬ সালে ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজাকে সন্ত সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, ২০১৮ সালে ইটালির ভারতীয় দূতাবাস ও বণিকসভার সহযোগিতায় মিলানে আয়োজিত শিল্প সম্মেলনেও যোগ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন- দিলীপে ক্ষুব্ধ কাউন্সিলরের স্বামী! ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে ছাড়তে পারেন দল
জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসেই রোম যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাবেন সেখানে উপস্থিত থাকার কথা পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলেরও। তাঁদেরও আমন্ত্রণ জানান হয়েছে। আগামী ৬ অক্টোবর রোমে ২ দিনের এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭ এবং ৮ অক্টোবর ইটালির রাজধানী রোমে ‘পিপলস অ্যাজ ব্রাদার্স, ফিউচার আর্থ’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানান হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য মমতাকে শুভেচ্ছাও জানিয়েছে ওই সংস্থা।