দিনক্ষণ ঘোষণা হতেই কেন্দ্রের সমালোচনা, মমতাকে একহাত বিজেপির

দিনক্ষণ ঘোষণা হতেই কেন্দ্রের সমালোচনা, মমতাকে একহাত বিজেপির

কলকাতা: বাংলার নির্বাচনে বলতে গেলে রেকর্ড। ৮ দফায় আসন্ন বিধানসভা নির্বাচন সংঘটিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। দিনক্ষণ ঘোষণার পর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। প্রশ্ন তুলেছেন, কাকে সুবিধা দেওয়ার জন্য এইভাবে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে? একই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর সমালোচনার পাল্টা দিল বিজেপি। সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বললেন, আসলে রাজ্য নির্বাচন কমিশনের মত দিল্লির নির্বাচন কমিশনকে ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শমিকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে করছেন রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কাজ করে, দিল্লির নির্বাচন কমিশনের সেইভাবে কাজ করবে। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। ‌এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গিয়েছিল পশ্চিমবাংলায় ৭ থেকে ৮ দফা নির্বাচন চাইছেন তিনি।‌ সিপিএম আমলের স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট দাবি করে এই মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। এখন সম্পূর্ণ উল্টো কথা বলছেন। বিজেপি নেতা আরও দাবি করেছেন, বিগত দুটি অথবা তিনটি নির্বাচনে বাংলায় অশান্তি হয়েছে। এর আগে লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছিল কিভাবে সন্ত্রাস হয়েছে বাংলায়। ‌ যেসব জায়গায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয়নি সেই সব জায়গায় নির্বাচনের ফল কী হয়েছে তা সকলেই জানেন। সেই সব জায়গায় সাধারণ মানুষ, বাড়ির মহিলারা রাস্তায় নেমে এসেছিল। ‌তবে এবার নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। এদিকে সিপিএম নেতা মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, এবারের বামফ্রন্টের ব্রিগেড হতে চলেছে ঐতিহাসিক। 

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক করে বলেছেন, মনে হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা মতো দিনক্ষণ ঘোষণা হয়েছে। মমতার অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের জোর বেশি, তাই জন্য তিন দফায় নির্বাচন। একই সঙ্গে নির্বাচন কমিশন সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর পরামর্শ, ক্ষমতার অপব্যবহার করবেন না। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করে বলেন, বিজেপির হাতে এজেন্সি রয়েছে তাই জন্য ভোটের আগে তার অপব্যবহার করছে। এইভাবে নির্বাচন নির্ঘণ্ট ও তৈরি করে আদতে বাংলাকে অপমান করা হয়েছে। মমতার কথায়, বাংলার মানুষ এর জবাব দেবে এবং বাংলাকে শাসন করবে বাংলার মানুষই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =