কলকাতা: বিজেপি এখনো পর্যন্ত বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে সে বিষয়ে কোনো বক্তব্য রাখতে পারেনি। এই প্রশ্ন তাদের সামনে করা হলে প্রত্যেকবারই বিজেপি নেতৃত্ব জবাব দিয়েছে, এই মুহূর্তে তাদের কাছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ না থাকলেও পরে তা নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। অন্যদিকে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, বাংলার ভূমি পুত্রই হবে বাংলার মুখ্যমন্ত্রী, কে হবেন তা নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। তবে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে একেবারে বিজেপির অন্দরের খবর সামনে আনলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা। তিনি জানালেন, ৬ জন লাইন দিয়ে আছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য, এর সঙ্গে রয়েছে ১৩ জন উপমুখ্যমন্ত্রী হওয়ার লাইনে!
সুজাতা এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি নিজেদের মুখ্যমন্ত্রী মুখ ঠিক করতে পারেনি। সুজাতার কথায়, ৬ জন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার লাইনে রয়েছে ভারতীয় জনতা পার্টির, আবার ১৩ জন রয়েছে উপমুখ্যমন্ত্রী হবার লাইনে। সুজাতা প্রশ্ন তোলেন, আদেও একটা রাজ্যে এতগুলো মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হওয়া সম্ভব কি না তিনি জানেন না, তাই এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যে তাদের মুখ কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত করা যায় না, সেই দলে থাকার কোনও মানে নেই। একটি পরিবারের বাবা অথবা মায়ের নিশ্চয়তা যদি না থাকে, তাহলে এই সেই পরিবারে কি করে উঠে দাঁড়াবে। এই মন্তব্য করেই বিজেপিকে এক হাত নিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রী সুজাতা খাঁ।
সুজাতা জানান, বিজেপির মত তারা ৬ জন মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারবেন না, তাদের মুখ্যমন্ত্রী একজনই, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ।একইসঙ্গে সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্যে সুজাতা মন্তব্য করেন, তিনি চান ভবিষ্যতে নিজের মর্যাদা এবং সম্মান নিয়ে সৌমিত্র ফের একবার জন্য তৃণমূল কংগ্রেস পরিবারে অংশগ্রহণ করুক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করুক।