নিম্নরুচির মন্তব্য, সায়ন্তনকে শো-কজ বিজেপির! নজরে বাবুল, অগ্নিমিত্রা

ঠিক কোন মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে শো-কজ করা হয়েছে তা জানা যায়নি।

3891bbc2b56c72613de994a82438a1fe

কলকাতা: দল বিরোধী এবং নিম্ন রুচির মন্তব্যের জেরে এবার শো-কজ করা হল বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তিনজন নেতাকে। এই তিন নেতার মধ্যে রয়েছেন নাগরাকাটার এক মন্ডল সভাপতি সন্তোষ হাতি এবং আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকেও নজর রাখছে বিজেপি। তবে ঠিক কোন মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে শো-কজ করা হয়েছে তা জানা যায়নি।

বিজেপির বক্তব্য, সংবাদমাধ্যমের সায়ন্তন বসু যে নিম্ন রুচির এবং দল বিরোধী মন্তব্য করেছেন সেই কাজের জন্য কেন তাকে শাস্তি দেওয়া হবে না সেই বিষয়ে জানতে চাই চিঠি পাঠানো হয়েছে তাকে। যে চিঠির উত্তর আগামী ৭ দিনের মধ্যে দিতে হবে সায়ন্তন বসুকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে সায়ন্তন বসু এমন মন্তব্য করেছিলেন যা দল বিরোধী। ভারতীয় জনতা পার্টি সেটা সমর্থন করে না। এই প্রেক্ষিতে তাকে শোকজ করা হয়েছে। এমনকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দলের নিয়ম অনুযায়ী এমন মন্তব্যের জন্য তিনি বহিস্কৃত হতে পারেন! কেন তাকে এইরূপ শাস্তি দেওয়া হবে না সেই বিষয়ে উত্তর চাওয়া হয়েছে সায়ন্তনের কাছ থেকে। এই চিঠির প্রেক্ষিতে বিজেপি নেতা সায়ন্তন বসু স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, খুব তাড়াতাড়ি তিনি চিঠির উত্তর দিয়ে দেবেন।

সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের ওপর নজর রাখছে বিজেপি। তাদেরকেও শোকজ করা হতে পারে বলে খবর ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের জিতেন্দ্র তিওয়ারি দলবদলে জল্পনার মধ্যেই বিরোধিতা করে একাধিক মন্তব্য করেছিলেন বাবুল সুপ্রিয় এবং দিলীপ ঘোষ। যদিও এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বিজেপি। তবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *