পঞ্চায়েতে লাগামহীন হিংসা, বঙ্গে আসছে বিজেপির কেন্দ্রীয় দল

পঞ্চায়েতে লাগামহীন হিংসা, বঙ্গে আসছে বিজেপির কেন্দ্রীয় দল

কলকাতা: শনিবার রাজ্যের এক দফার পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। সারাদিন ধরেই জায়গায় জায়গায় অশান্তির ছবি দেখা গিয়েছে। বোমাবাজি, গুলি, সংঘর্ষ, কিছুই বাকি ছিল না ভোটের দিন। আর এই অভিযোগ শুধু বিরোধী পক্ষ নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষেও করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার জানা গেল, বাংলায় আসতে চলেছে কেন্দ্রের প্রতিনিধি দল। রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে তারা রিপোর্ট তৈরি করবে বলে খবর এবং সেই রিপোর্ট যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। 

গেরুয়া শিবির সূত্রে খবর, ইতিমধ্যেই চার সদস্যের কমিটি তৈরি হয়ে গিয়েছে যারা বাংলায় ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে। কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। বাকি তিনজন মধ্যে একজন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার, এবং অন্য দু’জন সাংসদ। আপাতত যা খবর, তাতে আগামীকাল অর্থাৎ পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দিনই তারা বাংলার মাটিতে পা রাখতে চলেছেন। মনে রাখতে হবে, ভোটের দিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে আজই আবার বাংলার রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। তাই সার্বিকভাবে পরিস্থিতি যে উত্তেজনামূলক হচ্ছে তা আন্দাজ করা যায়। 

প্রসঙ্গত, নিজেকে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’ বলে চিহ্নিত করতে চাওয়া সিভি আনন্দ বোস পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন। এইসব জায়গায় ব্যাপক হিংসা এবং অশান্তির ঘটনা ঘটেছিল বটে। আর ভোটের দিন যা হয়েছে তা নিয়ে আলাদা করে কথা বলার দরকার পড়ে না। তাহলে কি নিজের মতো কোনও রিপোর্ট রাজ্যপাল বোসন কেন্দ্রীয় মন্ত্রককে দিতে চলেছেন? কৌতূহল থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *