Aajbikel

ধর্মতলায় সভা করতে পারবেন অমিত শাহ? হাই কোর্টের দ্বারস্থ বিজেপি

 | 
অমিত শাহ

কলকাতা: ধর্মতলায় সভার আয়োজন করতে মরিয়া বিজেপি৷ আর সেই সভায় অমিত শাহকে অতিথি করে আনতে চায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই সভা আদৌ হবে কি না, সোমবার  সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাই কোর্ট। কারণ পুলিশ বিজেপি’কে সভা করার অনুমতি দেয়নি৷ এমতাবস্থায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। হাই কোর্ট জানিয়েছে, সোমবার দুপুরে এ বিষয়ে তাঁদের বক্তব্য শোনার পরেই ধর্মতলায় শাহী সভা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ 

সোমবার দুপুর ২টোয় এই মামলাটি উঠবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতির এজলাসে এর আগে নিরপেক্ষ বিচার মিলেছে বলেই দাবি গেরুয়া শিবিরের। তারা আশাবাদী এবারও সব দিক খতিয়ে দেখে সুবিচার পাবেন মান্থার দরবারে৷ 

প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসে কলকাতার ব্রিগেডে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে আরও একটি সভা করতে চায় বঙ্গ বিজেপি৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ প্রাপ্য টাকা দিল্লি আটকে রেখেছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল৷ তার প্রেক্ষিতেই এই সমাবেশ করতে চায় বিজেপি। সেই সমাবেশেই শাহকে আনতে চাইছেন সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীরা৷ 

Around The Web

Trending News

You May like