কলকাতা: কলকাতা পুরভোট আবার দাপুটে জয় পেয়েছে বাংলার শাসক শিবির। তথ্য বলছে, ৭২ শতাংশেরও বেশি ভোট পেয়ে কলকাতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে তাৎপর্যপূর্ণ ব্যাপার, বিজেপির থেকে বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থান দখল করেছে সিপিএম। ভোট শতাংশও বেড়েছে লাল বাহিনীর। কিন্তু এখন পর্যন্ত নিজেদের দ্বিতীয় বলেই দাবি করছে বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, তৃণমূল সিপিএমকে দ্বিতীয় করিয়েছে, ছাপ্পা ভোট করিয়ে।
কলকাতা পুরনির্বাচনে ফলাফলের প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিজেপিই প্রধান বিরোধী দল। ছাপ্পা ভোট দিয়ে তৃণমূলই বামেদের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। বামেরা যে ভোট শতাংশে দ্বিতীয় হয়েছে তার কোনও দাম নেই। এমনই দাবি সুকান্ত মজুমদারের। অন্যদিকে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, কলকাতায় ভোট বলে কিছু হয়নি, ভোটের মত কিছু হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বিজেপির ‘দাবি’, সর্বোচ্চ ভোট পেয়েছেন জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান। তিনি পুরভোটে রেকর্ড গড়েছেন। এমন জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়েরও নেই। তাঁকেই উপমুখ্যমন্ত্রী করা হোক।
উল্লেখ্য, সিপিএমের ভোট বিধানসভার নিরিখে আপাতত বেড়েছে ৮ শতাংশের মত। যা অবশ্যই বামেদের একলা চলো নীতির সাফল্য। হিসেব বলছে, ১৪৪টি আসনের মধ্যে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা। বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। কংগ্রেস দ্বিতীয় হয়েছে ১৫টি ওয়ার্ডে। অন্যদিকে, বিজেপির প্রায় ২৩-২৪ শতাংশ ভোট কমেছে! তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে, ১ থেকে ২১ নম্বর ওয়ার্ড, ২৪ থেকে ৪২ নম্বর ওয়ার্ড, ৪৪ নম্বর ওয়ার্ড। এদিকে, ৪৬ থেকে ৪৯ নম্বর ওয়ার্ড, ৫১ থেকে ৯১ নম্বর ওয়ার্ড, ৯৩ থেকে ১০২ নম্বর ওয়ার্ড, ১০৪ থেকে ১৩৪ নম্বর ওয়ার্ড। আবার ১৩৬ নম্বর ওয়ার্ড। পাশাপাশি, ১৩৮ থেকে ১৪০ নম্বর ওয়ার্ড, ১৪২ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ড।