‘নেতাজিকে অসম্মান করে মুখে বড়বড় কথা বলছে বিজেপি’

কলকাতা: নেতাজির স্বপ্নকে বাস্তবায়িত করেছে কংগ্রেস৷ নেতাজির স্বপ্ন ছিল ‘প্ল্যানিং কমিশন’ তৈরি করার৷ যা বাস্তবায়িত করেছিল কংগ্রেস৷ কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরই বন্ধ করে দেয় এই কমিশন৷ তাই নেতাজিকে সন্মান দেওয়ার কথা বিজেপির মুখে মানায় না৷ মঙ্গলবার, এভাবেই অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ তাঁর কথায়, নেতাজিকে অসম্মান করেছে বিজেপি৷ এদিন

‘নেতাজিকে অসম্মান করে মুখে বড়বড় কথা বলছে বিজেপি’

কলকাতা: নেতাজির স্বপ্নকে বাস্তবায়িত করেছে কংগ্রেস৷ নেতাজির স্বপ্ন ছিল ‘প্ল্যানিং কমিশন’ তৈরি করার৷ যা বাস্তবায়িত করেছিল কংগ্রেস৷ কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরই বন্ধ করে দেয় এই কমিশন৷ তাই নেতাজিকে সন্মান দেওয়ার কথা বিজেপির মুখে মানায় না৷ মঙ্গলবার, এভাবেই অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷

তাঁর কথায়, নেতাজিকে অসম্মান করেছে বিজেপি৷ এদিন মালদহের সভায় কংগ্রেসকে বিদ্ধ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তিনি বলেন, নেতাজিকে ভোলানোর চেষ্টা করেছে কংগ্রেস ও তৃণমূল৷ অন্যদিকে, মোদীজি সুভাষের কাজকে অমর করার চেষ্টা করেছেন৷ তাই আন্দামান নিকোবর দ্বীপের নাম রেখেছেন সুভাষ-স্বরাজ-শহিদ দ্বীপ৷ কিন্তু এই চেষ্টা কংগ্রেস কখনও করেনি বলেই এদিন দাবি জানান তিনি৷

সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে জোট গড়তে যাতে বিভিন্ন আঞ্চলিক দল অস্বীকার করে, ইতিমধ্যেই সেই চেষ্টাই মেতেছে গেরুয়া শিবির৷ এমনিতেই পশ্চিমবঙ্গে তলানিতে ঠেকেছে কংগ্রেসের তথা গান্ধী পরিবারের ভাবমূর্তি৷ যে কথা নিজ মুখে স্বীকার করেনিয়েছেন কংগ্রেস সভাপতিও৷ এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে বিজেপি৷ কংগ্রেসকে সাইডে করে, শুধুমাত্র তৃণমূলকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নামার কৌশল অবলম্বন করেছে বিজেপি৷ ইতিমধ্যেই জরুরি অবস্থার কথা বারংবার তুলে ধরে কংগ্রেসকে রাজনৈতিক ভাবে অস্পৃশ্য করে তোলার কৌশল নিয়েছে বিজেপি৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে লড়াইয়ের ময়দান থেকে কংগ্রেসকে কোনঠাসা করতে তৎপর গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =