bjp
কলকাতা: গত বিধানসভা নির্বাচনের পরে আর শহর কলকাতায় সভা করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ। অনেক দিন পরে কলকাতায় অমিত শাহের সভা। আর এই সভা ঘিরে বিজেপির কর্মী-সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। যে কোনও ভাবে এই সভা সফল করতে মরিয়া পদ্মশিবির। আর তাই তো সাধারণ মানুষকে আরও কাছে টানতে এবং রাজ্যের শাসক দলের প্রতি তাঁদের ক্ষোভ বাড়াতে নতুন গান প্রকাশ করল গেরুয়া বাহিনী।
গত কয়েক দিন ধরেই অমিত শাহের উপস্থিতি নিয়ে রাজ্য জুড়ে প্রচারের জন্য আগেই একটি ‘থিম সং’ তৈরি করেছিল রাজ্য বিজেপি। এ বার তাঁর আসার আগের দিন প্রকাশিত হল একটি মিউজিক ভিডিয়ো। তাতে অভিনয় করতে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা থেকে কেয়া ঘোষকে। আছেন বিজেপি আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারি, রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁও। ইতিমধ্যেই বিজেপি নেতারা সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। বুধবার সভার আগেও তা ধর্মতলায় দেখানো হবে।
চাকরি চুরি, রেশন চুরি, ১০০দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে জল, কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯শে নভেম্বর ২০২৩ বিজেপির ডাকে ‘কলকাতা চলো ‘কর্মসূচিতে অংশ গ্রহণ করুন। #BonchitoderPaseBJP pic.twitter.com/KC7tNbt87k
— BJP West Bengal (@BJP4Bengal) November 28, 2023