পুলিশের অনুমতি না মিললেও মিছিল হবেই! সিদ্ধান্তে অনড় বিজেপি

পুলিশের অনুমতি না মিললেও মিছিল হবেই! সিদ্ধান্তে অনড় বিজেপি

কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার হিংসা এবং অশান্তির প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু পুলিশের তরফ থেকে সেই অনুমতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিজেপি শিবির এতে থেমে থাকছে না। পুলিশের অনুমতি না মিললেও তারা বুধবার শহরের রাজপথে মিছিল করবে বলেই জানিয়েছে। আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন। তার আগে বড় রকমের মিছিল করে পঞ্চায়েত ভোটের হিংসার স্মৃতি আরও তাজা করতে চাইছে গেরুয়া শিবির। 

কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির এই মিছিল হওয়ার কথা। কিন্তু ধর্মতলায় ইতিমধ্যেই তৃণমূলের মঞ্চ বাঁধার কাজ চলছে। তাই পুলিশের তরফে এই এলাকায় মিছিল শেষ করতে অনুমতি যে দেওয়া হবে না তা কার্যত নিশ্চিত ছিল। তা সত্ত্বেও বিজেপি নিজেদের মিছিলের রুট না বদলে এই পথেই মিছিল করতে বদ্ধপরিকর। শিবিরের তরফে এও বলা হয়েছে, পুলিশ যে তাঁদের মিছিলের অনুমতি দেবে না তা আন্দাজ করা গিয়েছিল আগেই। কিন্তু তাঁদের মিছিল তারা করবেই, পুলিশ আটকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আসলে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস ছাড়াও গণনায় কারচুপির যে অভিযোগ তাকেও বেশি করে সামনে আনতে চাইছে গেরুয়া বাহিনী। 

স্বাভাবিকভাবে এখন এই পরিস্থিতিতে বুধবার শহরে উত্তেজক অবস্থার সৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। পুলিশ অনুমতি যেহেতু দেয়নি তাই এই মিছিল আটকানোর পুরো ব্যবস্থাই করা হবে। ওদিকে বিজেপিও বদ্ধপরিকর তাদের মিছিল নির্দিষ্ট পথেই করতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =