কষ্ণনগরে কৌশানিকে ঘিরে বিজেপি’র বিক্ষোভ, জয় শ্রীরাম ধ্বনি

কষ্ণনগরে কৌশানিকে ঘিরে বিজেপি’র বিক্ষোভ, জয় শ্রীরাম ধ্বনি

কৃষ্ণনগর:  কৃষ্ণনগর উত্তরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে বিজেপি’র বিক্ষোভ৷ তাঁকে ঘিরে উঠল জয় জয় শ্রীরাম ধ্বনি৷ তিনি বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন বলে অভিযোগ তোলে বিজেপি৷ এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বাদানুবাদেও জড়ান কৌশানি৷ বচসা বাধে দু’পক্ষের কর্মীদের মধ্যেও৷ 

আরও পড়ুন- কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের, ‘একই কথা বলছিলাম’, প্রতিক্রিয়া সৌগতর

এদিন কৃষ্ণনগর উত্তরের চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া কেমন চলছে, তা দেখার জন্য ঢুকেছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী৷ তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা বুথের বাইরেই অপেক্ষা করছিলেন৷ সেই সময় কিছু বিজেপি সমর্থক বুথের বাইরে ক্ষোভ প্রকাশ করতে থাকে৷ তাঁদের অভিযোগ, কৌশানি মুখোপাধ্যায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ বহিরাগতরা এখানে এনে ভিড় জমাচ্ছেন৷ এমনকী কেন্দ্রীয় বাহিনীর কাছে গিয়ে তাঁরা বলেন, বহিরাগতদের যেন অবিলম্বে এখান থেকে বেরিয়ে যেতে বলা হয়৷ ইতিমধ্যে কৌশানী বুথ থেকে বেরতেই তাঁকে ঘিরে ধরা হয়৷ কেন বহিরাগতদের নিয়ে এসেছেন, সেই প্রশ্ন তোলে বিজেপি কর্মীরা৷ কৌশানী জানান, তাঁর নিরাপত্তার দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা সরকারি কর্মী৷ কথায় কথায় থেকেই বচসা বাধে৷ জড়ো হন স্থানীয় তৃণমূল কর্মীরাও৷ এখানে পরিকল্পনা মাফিক বিক্ষোভ করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তোলেন কৌশানি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =