ডানকুনিতে নামল চন্দ্রযান, পাশে উড়ল বিজেপির পতাকা! একি হচ্ছে

ডানকুনিতে নামল চন্দ্রযান, পাশে উড়ল বিজেপির পতাকা! একি হচ্ছে

bjp protests

ডানকুনি: বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে গিয়ে ভারত ইতিহাস তৈরি করেছে। আবার প্রথম কোনও দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত দেশবাসীর গর্বও বাড়িয়েছে। কিন্তু এবার যদি আপনি শোনেন যে, খাস পশ্চিমবঙ্গে ‘ইসরো’ ল্যান্ড করিয়েছে ‘চন্দ্রযান’কে, তাহলে বিশ্বাস করবেন? অবশ্যই নয়। কিন্তু এমন ঘটনা ঘটেছে! না, অবাক হওয়ার কিছু নেই। আসলে গোটা বিষয়টিই হল প্রতীকী প্রতিবাদ। 

ডানকুনির টি এন মুখোপাধ্যায় রোডে এমন অভিনব প্রতিবাদ দেখিয়েছে বিজেপি শিবির। খানা-খন্দ ভরা রাস্তায় প্রতীকী ‘চন্দ্রযান’ নামিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। বিজেপির বক্তব্য, চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠদেশ যেমন এবড়ো-খেবড়ো, খানা-খন্দ ভরা, ডানকুনির এই রাস্তাও তাই। এখানেও কার্যত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন গর্ত। ঠিকভাবে চলা-ফেরা, গাড়ি চালানো দায় হয়েছে। তাই রাস্তায় ‘চন্দ্রযান’ নামিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে পথ অবরোধ করে খানিকক্ষণ বিক্ষোভও করে বিজেপি। 

গেরুয়া শিবিরের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রশাসনকে বলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের তরফে। প্রতিদিন কোনও না কোনও ঘটনা ঘটছে এই রাস্তায়। তাই শনিবার ‘চন্দ্রযানের’ মতো একটি মডেল সাজিয়ে রাস্তায় নেমে প্রতীকী প্রতিবাদে সামিল বিজেপি যুব মোর্চা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =