সিঙ্গুর: আজ মঙ্গলবার থেকে টানা তিনদিন সিঙ্গুরে আন্দোলন শুরু বিজেপি’র৷ তাঁদের দাবি, কৃষকরা রাজ্য সরকারের থেকে ন্যায্য দাবি পাচ্ছে না৷ বিপুল ক্ষয়ক্ষতির পর কৃষকদের যে আর্থিক ক্ষতিপূরণের কথা দেওয়া হয়েছিল, তা এখনও অমিল৷ এদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি সিঙ্গুরে৷
আরও পড়ুন- ব্যাটিং শুরু বঙ্গে, আরও পারদ পতনে মঙ্গলই মরশুমের শীতলতম দিন
বিজেপি’র দাবি, কষক স্বার্থে পথে নামছে তাঁরা৷ ২০০৯ সালে গোপালনগরের যে জায়গায় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান আন্দোলন করেছিলেন, ঠিক সেই জায়গাতেই কর্মসূচি রয়েছে বিজেপি’র৷ তবে এই কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন৷ অভিযোগ, রবিবার মঞ্চ বাঁধার সময়েই রাজ্য পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিজেপি কর্মীরা৷ তবে ধরনা কর্মসূচি থেকে যে তাঁরা এক পাও পিছু হটবে না, তা স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির৷ আজ ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ অন্যদিকে, পুলিশের দাবি, বিজেপি’র তরফে কোনও অনুমতি পত্র জমা দেওয়া হয়নি৷
এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় তিনি বলেন, বিরোধীরা আন্দোলন করলে পুলিশ আটকানোর চেষ্টা করবেই৷ এর মধ্যেই বিজেপি আন্দোলন করবে৷ তাঁর অভিযোগ, নিয়ম-নীতি মেনে প্রশাসনকে জানিয়ে, প্রশাসনের অনুমতি নিয়ে আন্দোলন করতে গেলেও এ রাজ্যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়৷ তাঁর কথায়, “বিরোধীরা আন্দোলন করলেই পুলিশ আটকাবে। কারণ সরকার কাউকে ছাড়বে না। তার মধ্যেও আমাদেরও আন্দোলন করতেই হবে। সমস্ত নিয়ম মেনে , প্রশাসনকে জানিয়েই আমরা আন্দোলন করতে যাই। তারপরও আমাদের আটকে দেওয়া হয়। এটাই চিন্তার বিষয়। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে দল। আমি নিজেও যাব আজ।”