বিজেপি কর্মীর মৃত্যু-তদন্তে সিআইডির রিপোর্ট তলব সার্কিট বেঞ্চের

বিজেপি কর্মীর মৃত্যু-তদন্তে সিআইডির রিপোর্ট তলব সার্কিট বেঞ্চের

কলকাতা: মৃত বিজেপি কর্মী উলেন রায় হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ৷ গত ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হয় বিজেপি কর্মীর৷ মৃত ব্যক্তির বুকে শটগানের গুলির ক্ষতচিহ্ন লক্ষ্য করা গিয়েছে বলে দাবি করেছিল পুলিশ৷  

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় সিআইডির এডিজির কাছে রিপোর্ট তলব করে আদালত। আগামী ২২ফেব্রুয়ারির মধ্যে সিআইডির এডিজি নিজের তত্ত্বাবধানে তদন্ত করে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেবেন। আগামী ৫ মার্চের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে আদালতে।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় শিলিগুড়িতে। ফুলবাড়ি এলাকায় মিছিল করে এগােনাের সময়ে পুলিশের লাঠি চালায়৷ পরে বুলেটের আঘাতে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযােগ তােলে বিজেপি। আহত হওয়ার পরে উলেন রায় (৫০) নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটা নার্সিংহােমে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়৷  

ঘটনায় ময়নাতদন্তের রিপাের্ট আসার পরে পুলিশ জানায়, শটগানের গুলি লেগেছিল তাঁর গায়ে। তাতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। কিন্তু পুলিশ ওই শটগান ব্যবহারই করে না। ফলে পুলিশের মারে কর্মীর মৃত্যুর অভিযোগ মিথ্যে বলেই দাবি করে রাজ্য পুলিশ। টুইট করে তারা জানায়, ‘পুলিশ শটগান ব্যবহার করে না। স্পষ্ট বােঝা যাচ্ছে, শিলিগুড়ির বিক্ষোভ মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের আনা হয়েছিল। তারাই গুলি চালিয়েছিল। সেই গুলিই খুব কাছ থেকে লেগে মারা গেছেন ওই ব্যক্তি।’ সিআইডি তদন্তে সন্তুষ্ট নন উলেন রায়ের পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রিট পিটিশন করে উলেন রায়ের স্ত্রী মালতী রায়। বুধবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর এজলাসে সেই আবেদনের শুনানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *