কলকাতা: বাংলায় লজ্জাজনক ভাবে হেরেছে ভারতীয় জনতা পার্টি। তারপর একাধিকবার বৈঠক হয়েছে তাদের এবং রাজ্যে হারের কারণ খুঁজতে গিয়ে এখনো চূড়ান্ত দিশা পায়নি গেরুয়া শিবির। তবে নিজেদের মতো করে লড়াই জারি রাখছে তারা। সেই প্রেক্ষিতেই অনলাইন প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল রাজ্য বিজেপি। তবে তাল কাটল সেই সময় যখন দেখা গেল সেই শিবিরে যোগ দিয়েছেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়’! কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা বোঝা গেল যে অনলাইন শিবিরের লিঙ্ক ফাঁস হয়ে গিয়েছে।
আসলে বিজেপি যে অনলাইন প্রশিক্ষণ চালাচ্ছিল সেই প্রশিক্ষণ শিবিরে হঠাৎ দেখা যায় ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ থেকে শুরু করে ‘জয় বাংলা’ নামের অনেকে ঢুকে পড়েছে! সঙ্গে সঙ্গে বোঝা যায় যে এই অনলাইন প্রশিক্ষণের লিঙ্ক ফাঁস হয়ে গিয়েছে এবং সেখানে বাইরে থেকে লোক ঢুকে পড়ছে। মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় অনলাইন প্রশিক্ষণ। কে বা কারা এই লিঙ্ক ফাঁস করল বা আদতে কী কারণে এই লিঙ্ক ফাঁস হল, সেই নিয়ে এখনও পরিষ্কার কিছু জানা যাচ্ছে না। তবে এই ধরনের নাম দেখে ব্যাপারটা স্পষ্ট যে বিজেপির প্রশিক্ষণ শিবিরের লিঙ্ক ফাঁস হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রযুক্তিগত কারণে এই প্রশিক্ষণ শিবিরের লিঙ্ক ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু বিগত কয়েক মাস ধরে যেভাবে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বেড়েছে তাতে এটাও সন্দেহ করা হচ্ছে যে ভেতরের কেউ হয়তো লিঙ্ক ফাঁস করিয়ে দিতে পারে। তবে এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোন প্রমাণ না মেলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া দেয়নি রাজ্য বিজেপির নেতৃত্ব।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার টোপ দিয়ে পরীক্ষাও নিয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন!
উল্লেখ্য, বিজেপির সাংগঠনিক স্টরে কেন্দ্রীয় নেতারা মূলত এই প্রশিক্ষণ দিয়ে থাকেন সশরীরে উপস্থিত থেকে। কিন্তু এখন করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই প্রশিক্ষণ শিবির ভার্চুয়ালি আয়োজন করা হয়েছিল। অনলাইনে এসেই প্রশিক্ষণ শিবির চলাকালীন হঠাৎ অনেকের নজরে পড়ে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয় বাংলা নাম রয়েছে। সঙ্গে সঙ্গেই বোঝা যায় যে বাইরের কেউ বিজেপির এই প্রশিক্ষণ শিবিরের মধ্যে ঢুকে পড়েছে। আপাতত এই বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরেই।