মমতাকে অনুসরণ বিজেপির? নয়া প্রকল্প ঘিরে জল্পনা

মমতাকে অনুসরণ বিজেপির? নয়া প্রকল্প ঘিরে জল্পনা

কলকাতা: তাহলে কি বিজেপিও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হল? প্রশ্ন উঠতেই পারে। কারণ তৃণমূলের ‘দিদিকে বলো’ প্রকল্পের মতোই নতুন এক প্রকল্প চালু করতে চলেছে গেরুয়া বাহিনী। ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেই সব রাজ্যগুলিতে জনসংযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যে প্রকল্প তারা ঘোষণা করেছে সেটি হল ‘কেন্দ্রীয় মন্ত্রীকে বলো’ প্রকল্প। দুর্নীতি থেকে শুরু করে পরিষেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ শোনার জন্য এই প্রকল্প পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে চালু করেছিল ঘাসফুল শিবির। এবার প্রায় সেই একই পন্থা নিতে চলেছে পদ্ম শিবির। 

বিজেপি সূত্রে খবর, এই প্রকল্পের নেপথ্যে যারা থাকবেন অর্থাৎ যারা মানুষের সাহায্যের জন্য থাকবেন তারা হলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ আরও অনেকে।স্থানীয় সমস্যা থেকে মুক্তি পেতে বা কোনও রকম সমস্যার সমাধান পেতে মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এবং নির্দিষ্ট নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা জানাতে পারবে। এই কথা শুনে মনে হতেই পারে যে বাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের পরামর্শে এই একই রকম প্রকল্প চালু করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার বিজেপিও কার্যত একই পথে হাঁটতে চলেছে। যদিও বিজেপির দাবি, এটা কোনও প্রকল্পের নকল নয়। ২০১৪ সালেই এই প্রকল্প শুরু করা হয়েছিল যা পরবর্তী ক্ষেত্রে করোনা পরিস্থিতির জন্য চালু রাখা যায়নি।

আসলে আগামী বছর যে কটা রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে শুধু পঞ্জাবেই বিজেপি ক্ষমতায় নেই। বাকি সব রাজ্য তারাই ক্ষমতায় এবং সেই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তারা। পাশাপাশি পঞ্জাবে ক্ষমতায় আসার লড়াই তাদের। তাই এখন থেকেই মানুষের আরও কাছে পৌঁছতে, আর রাজ্যগুলিতে সংগঠন আরও মজবুত করতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =