কলকাতা: লোকসভায় নববধূর বেশে গিয়েছিলেন শপথ নিতে৷ মাথায় ছিল সিঁদুর, হাতে চুরি৷ কিন্তু সম্প্রতি নুসরত জানিয়েছেন নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়েটা ছিল আইনত অবৈধ৷ নিখিলের সঙ্গে শুধুমাত্র লিভইন করেছিলেন তিনি৷ এর পর থেকেই বিতর্কের শিরোনামে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান৷ কিন্তু সংসদে দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে এবার নুসরতের সাংসদ পদ খারিজের দাবি তুললেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য৷ শুধু তাই নয়, নুসরতের বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত চেয়ে লোকসভার অধ্যাক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠালেন তিনি৷
আরও পড়ুন- শিশু সুরক্ষায় উদ্বিগ্ন রাজ্য, তৃতীয় ঢেউ মোকাবিলায় গঠিত হল ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
সংঘমিত্রার দাবি, নুসরত যা করেছেন সেটা অনৈতিক ও বেআইনি৷ তাঁর সাংসদ পদ নন এস্ট বলেও দাবি করেছেন তিনি৷ যার অর্থ চুক্তি লঙ্ঘনকারী পদক্ষেপ বোঝায়৷ সেই সঙ্গে সংসদে নুসরতের দেওয়া তথ্যও তুলে ধরেছেন তিনি৷ যেখানে তিনি নিখিল জৈনকে স্বামী বলে উল্লেখ করেছেন৷ ১৯ জুন লেখা ওই চিঠিতে সংঘমিত্রা বলেছেন, নিজের বিবাহিত জীবন নিয়ে ভুল তথ্য দিয়েছেন নুসরত৷ তিনি আরও বলেন, ২০১৯ সালের ২৫ জুন নুসরত জাহান লোকসভায় শপথ নেওয়ার সময়ে নিজের পরিচয় দিয়েছিলেন নুসরত জাহান রুহি জৈন বলে৷ তাঁকে দেখা গিয়েছিল নববধূর বেশে৷ এমনকী সিঁদুর পরায় তাঁকে আক্রমণ করেছিল একদু মৌলবাদী৷ কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন তথ্য দিচ্ছেন নুসরত৷ যা নিয়েও শুরু হয়েছে বিতর্ক৷ নুসরত জাহানের ব্যক্তিগত জীবনের আঁচ পড়েছে রাজনীতির আঙিনাতেও৷
এরই মধ্যে নুসরত জাহানের মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া৷ প্রশ্ন উঠেছে নুসরতের গর্ভে বেড়ে ওঠা সন্তান কার? যশ দাশগুপ্তের সঙ্গেই বা তাঁর সম্পর্ক কী? অন্যদিকে, নুসরতের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এর সঙ্গে নুসরতের বিবৃতির কোনও মিল নেই৷ সে কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সংঘমিত্রা৷