হঠাৎ পদত্যাগ সৌমিত্রের! ছেড়ে দিলেন বিজেপি যুব সভাপতির জায়গা

হঠাৎ পদত্যাগ সৌমিত্রের! ছেড়ে দিলেন বিজেপি যুব সভাপতির জায়গা

কলকাতা: একদিকে কৌতুহল বাড়ছে যে মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভায় বাংলা থেকে নতুন মন্ত্রী কে হবেন, আর অন্যদিকে রাজ্যেই বড় জল্পনা সৃষ্টি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে নিজেকে আচমকাই সরিয়ে নিলেন তিনি! স্পষ্ট জানালেন, তিনি আর এই পদে থাকবেন না। যদিও পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত সমস্যার কথা বলেছেন। তবে তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে অবশ্যভাবেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের গেরুয়া বাহিনী। 

এদিন দুপুরে হঠাৎ বিজেপি সাংসদ সৌমিত্র ফেসবুক পোস্টে লেখেন, ”আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আর আগামী দিনে বিজেপিতেই থাকব।” তবে হঠাৎ তিনি কেন এই ভাবে পদত্যাগ করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। সম্প্রতি সৌমিত্রকে নিয়ে ব্যাপক অস্বস্তি বেড়েছিল গেরুয়া শিবিরে কারণ তাঁর ‘বঙ্গভঙ্গ’ মন্তব্য। যদিও সৌমিত্র নিজে জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাঁকে দিল্লিতে তলব করা হয় এবং সাবধান করা হয় বলে বিশেষজ্ঞ মহলের অনুমান। অন্যদিকে আজ বাংলা থেকে বেশ কয়েকজন মন্ত্রী হতে পারেন বলে খবর। তাই অনেকেই মনে করছেন যে এই তালিকায় হয়তো ঠাঁই পাননি সৌমিত্র খাঁ। সেই কারণেই তিনি অভিমানে পদত্যাগ করেছেন। হয়তো যখন তাঁকে দিল্লি তলব করা হয়েছিল তখন এই বিষয়ে আলোচনা হয়েছিল। সেই প্রেক্ষিতেই হয়তো আজ তিনি পদত্যাগ করলেন।

উল্লেখ্য, সম্প্রসারিত মন্ত্রিসভার তালিকায় ইতিমধ্যেই যাদের নাম জানা গিয়েছে তাঁরা হলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোওয়াল, ভূপেন্দর যাদব, অনুরাগ ঠাকুর, মীনাক্ষী লেখি। এদিকে, বাংলা থেকে কৌতুহল বাড়ছে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিককে নিয়ে। নিশীথ-শান্তনু ছাড়াও জল্পনা রয়েছে লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকারকে নিয়েও৷ আজ বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে নতুন নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *