অনাস্থা ভোটে রণক্ষেত্র শান্তিপুর! তৃণমূলের তাড়া খেলেন বিজেপি সাংসদ

অনাস্থা ভোটে রণক্ষেত্র শান্তিপুর! তৃণমূলের তাড়া খেলেন বিজেপি সাংসদ

নদীয়া: পঞ্চায়েতের অনাস্থা ভোটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য৷ ঘটনাস্থলে এসে তৃণমূল বাহিনীর হাতে রীতিমতো তাড়া খেলেন বিজেপি সাংসদ। নিরাপত্তা রক্ষীরাও কোনরকমে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি আক্রান্ত একাধিক বিজেপি নেতা কর্মীরা। নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

সূত্রের খবর, শান্তিপুর থানার বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোটের আবেদন করে বিজেপি। সেইমতো প্রশাসনের তরফ থেকে আজ বেলঘড়িয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোট শুরু হয়। সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী। তৃণমূল কর্মীরা একে একে ঘটনাস্থলে জড় হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

জগন্নাথ সরকারকে দেখেই পুলিশের সামনেই তাড়া করে যায় তৃণমূল কর্মীরা। অবশেষে তাড়া খেয়ে নিরাপত্তারক্ষীরা কোনওরকমে সাংসদকে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পাশাপাশি বিজেপির একাধিক নেতা কর্মীদের আক্রান্ত হতে হয়। অভিযোগের তীর তৃনমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র নিন্দা করেছেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘‘পুলিশ প্রশাসন কার্যত শাসকদলের দল দাসে পরিণত হয়েছে। এই ঘটনা তারই প্রমাণ৷’

যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি সুষ্ঠুভাবে নির্বাচন চলছিল কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিজেপি সাংসদ এসে পরিস্থিতি উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। পুলিশের সামনেই তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট এসডিপিও প্রবীর মণ্ডল। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =