নাগরিকত্ব আইন কার্যকর না হলে ‘পাশা বদলে’র হুঁশিয়ারি বিজেপি সাংসদের!

নাগরিকত্ব আইন কার্যকর না হলে ‘পাশা বদলে’র হুঁশিয়ারি বিজেপি সাংসদের!

বারাসত: নাগরিকত্ব সংশোধনী আইন কেন এখনও কার্যকর হল না? কেন এখনও পর্যন্ত নাগরিকত্ব পেলেন না মতুয়াদের একাংশ? দ্রুত নাগরিকত্ব আইন কার্যকর না হলে পাশা উল্টে দেওয়ার চরম হুঁশিয়ারি ছুড়লেন খোদ বিজেপি সাংসদ তথা মতুয়া ধর্মগুরু শান্তনু ঠাকুর৷

বিধানসভা নির্বাচনের আগে পাশা উল্টে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে শান্তনু ঠাকুরের কার্যত বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে মতুয়ারা কোন পথে চলবে, তা তাঁরাই ঠিক করবেন৷ কিন্তু, বাংলা ভোটের আগে আচমকা কেন এই মন্তব্য বিজেপি সাংসদের? শান্তনুর বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির অন্দরে তীব্র জলঘোলা শুরু হয়েছে৷

গত লোকসভা ভোটে নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে  বনগাঁ লোকসভায় বাজিমাত করেছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ মতুয়া ভোট ব্যাঙ্কের সিংহভাগ গিয়েছিল তাঁর ঝুলিতে৷ ২০১৯ সালের ডিসেম্বরে প্রবল বিতর্কের মধ্যেও নাগরিকত্ব আইন সংসদে পাস করিয়ে নিয়েছে কেন্দ্র৷ রাষ্ট্রপতির সম্মতিতে সেই বিল আইনে পরিণত হওয়ার ন’মাস পরও নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি৷ ফলে ক্ষোভ বাড়ছে মতুয়া শিবিরে৷ সেই ক্ষোভ বুঝতে পেরে এবার প্রকাশ্য সভা থেকে নিজের দলের বিরুদ্ধে এবার আঙুল তুললেন শান্তনু৷

আগামী বছর বিধানসভা ভোট৷ তার আগে নাগরিকত্ব আইন কার্যকর না হলে বেকায়দায় পড়তে পারে বিজেপি৷ ভোট হারানোর আশঙ্কা থেকেই কি শান্তনুর নয়া বার্তা? ভাবাচ্ছে গেরুয়া শিবিরের কর্তাদের৷ব কেননা, নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় মতুয়ারা ক্ষিপ্ত৷ সাংসদকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে৷ ফলে, তিনি জানতে চাইছেন কবে তা কার্যকর হবে৷ বিল পাস হওয়ার পরও কেন  তা কার্যকর হল না? প্রশ্ন সাংসদের৷ অবিলম্বে আইন কার্যকর না হলে, মতুয়ারা ঠিক করবেন তাঁরা কোন পথে যাবেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শান্তনুর৷- ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =