বিজেপিতে ভাঙন! তৃণমূলে সাংসদ সৌমিত্র-স্ত্রী সুজাতা

বিজেপিতে ভাঙন! তৃণমূলে সাংসদ সৌমিত্র-স্ত্রী সুজাতা

কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে এক ঝাঁক রাজনৈতিক নেতা৷ শুভেন্দু অধিকারি বিজেপি যোগ দিতেই তৃণমূলে যোগ দিলেন তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ৷ তৃণমূলে নাম লিখে লোকসভা নির্বাচনে তৃণমূল আমলের ‘অত্যাচারে’র কথা শোনালেন সুজতা৷ সরাসরি নিশানা করলেন শুভেন্দুকে৷

আজ তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুলে নাম লেখান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ৷ সৌগত রায় ও কুণাল ঘোষ বিজেপি সাংসদের স্ত্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন৷ দলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন তিনি৷ জানান, অন্যদলের দুর্নীতিপরায়ন নেতাদের আজ বিজেপিতে আমন্ত্রণ জানানো হচ্ছে৷ শুভেন্দুকে নেতা হিসাবে কখনই তিনি নেতা হিসাবে মানতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন সুজাতা৷ তৃণমূলে মর্যদা পেতেই তিনি দলে যোগ দিয়েছেন বলে দাবি সাংসদ-স্ত্রী৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর স্বামীকে নিয়ে নীরব ছিলেন সুজতা৷ জানিয়েছেন, পরিবার ও রাজনীতি কখনও এক হতে পারে না৷

এদিন সাংবাদিক বৈঠকে স্বামীকে লোকসভা নির্বাচনে জেতাতে কতটা কষ্ট, অত্যাচার সহ্য করতে হয়েছে, তাঁর ব্যাখ্যাও দেন সুজতা৷ নির্বচনে ‘অত্যাচারে’র প্রসঙ্গ তুলতে গিয়ে কার্যন্ত নিজের নতুন দলের দিকেও আঙুল তোলেন সাংসদ-স্ত্রী৷ জানান, আগামী দিনে দলকে গর্বিত করতে সমস্ত রকমের উদ্যোগ নেবেন৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =