মেদিনীপুর: একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে সুপারহিট স্লোগান “খেলা হবে”। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র, শাসকদলের নেতাদের মুখে মুখে যখন ঘুরছে ভোটের খেলার কথা, বিরোধীরাও বাদ যাননি। এবার এই স্লোগান নিয়েই শাসকদলকে কটাক্ষে বিঁধলেন দিলীপ ঘোষ।
তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়েছেন, এদিন এমনটাই দাবি করেছেন দিলীপ ঘোষ। গেরুয়া শিবির আয়োজিত পরিবর্তন যাত্রার সভায় উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘সবাই বলছে খেলা হবে। অনেক খেলেছে ওরা। ক্লান্ত হয়ে গেছে। এবার আমরা খেলব।’’ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটা এবার মনে রাখার মতোই হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। বলা বাহুল্য, এদিনের গেরুয়া সভাপতির গলায় হুঁশিয়ারি আর আত্মবিশ্বাসের সুর ছিল স্পষ্ট। ঘাসফুল স্লোগানের পাল্টা হিসেবে তিনি বলেন, ‘‘এবার জনগণের খেলা হবে।’’
রবিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে বুর্যাপাত গ্রামে পরিবর্তন যাত্রার আয়োজন করে বিজেপি। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যেই এদিন শাসকদলকে এক প্রস্থ আক্রমণ করেন দিলীপ ঘোষ। নানা বিষয়কে কেন্দ্র করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই চালিয়ে যান বক্তৃতা। সেই সঙ্গে ডাক দেন রাজনৈতিক পরিবর্তনেরও। তাঁর কথায়, ‘‘বিজেপি ক্ষমতায় এলে মানুষের হাতে হাতে কাজ আসবে। চিকিৎসা শিক্ষা প্রশাসনে পরিবর্তন আসবে। তাই আসুন আরেকবার পরিবর্তন করি।’’ বিজেপির পরিবর্তন যাত্রা আসলে মানুষেরই যাত্রা, বলেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যের শাসক শিবির এ যাত্রার ব্যাপ্তি দেখে ভয় পেয়েছে বলেই জায়গায় জায়গায় বাঁধা দেওয়া হচ্ছে। তৃণমূলী নেতৃত্বকে বিঁধে এদিন খোলা চ্যালেঞ্জ ছোঁড়েন দিলীপ ঘোষ, ‘‘এবার মানুষ খেলবেন। দম থাকলে আটকাবেন।’’ বস্তুত, একুশের ভোট পূর্ববর্তী আবহে ‘খেলা হবে’ স্লোগান প্রথম শোনা গিয়েছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। একের পর এক নেতা যখন শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন তখন দলকে চাঙ্গা করতে বীরভূম জেলা সভাপতি বলেছিলেন, “এখনো অনেক খেলা বাকি।” কোনো সুগভীর রাজনৈতিক রদবদলের ইঙ্গিত সে স্লোগানে মিশে ছিল বলেই মনে করেছিল জনতা।