কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে ধাপে ধাপে শুরু হয়েছে আনলক পর্ব৷ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে জনজীবন৷ দীর্ঘ লকডাউন, আনলক পর্ব শুরু হলেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার৷ বিশেষ বিশেষ দিন, উৎসব-পার্বণকে ছাড় দিয়ে চলতি মাসে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে৷ কিন্তু, ৫ অগাস্ট রামন্দিরের ভূমি পুজোর দিন কেন লকডাউন হবে বাংলায়? প্রশ্ন তুলে রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দিন বাংলায় লকডাউন হলে তাহলে তার ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছেন দিলীপ৷
আরও পড়ুন- কত কর্মসংস্থান হয়েছে বাংলায়? রাজ্যকে ‘গ্লোবাল বিজনেস’ খোঁচা রাজ্যপালের
করোনা আবহে বিজেপির দীর্ঘ দিনের অ্যাজেন্টা পূরণ হতে হতে চলেছে৷ আগামী ৫ আগস্ট ‘ঐতিহাসিক দিন’, ওই দিন যদি লকডাউন হয়, তাহলে সরকারকে ভুগতে হবে বলেও মন্তব্য করেছেন বিজেপি সভাপতি৷ কেননা, ওই দিন রাম মন্দিরের ভূমি পুজো৷ আর সেই কারণে ওই দিন সব কিছু ছাড় দেওয়ার জন্য রাজ্যকে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ৷
আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতি: যতটা গর্জেছিল, ততটা বর্ষালো না তৃণমূল, ‘নকল’ প্রতিক্রিয়া পার্থর
সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘এখনও সময় আছে৷ ৫ তারিখ লকডাউন তুলে, আগে-পরে করা উচিত৷ কারণ সারাদেশে মানুষের কাছে ৫ অগাস্ট গর্বের দিন৷ উৎসাহ-উদ্দীপনার, ঐতিহাসিক দিন৷ ওই দিনলকডাউন হয়, সরকারের এই সিদ্ধান্তের জন্য ভুগতে হবে৷ এর পরিণাম দিতে হবে রাজ্য সরকারকে৷ কেননা, দেশে সাড়ে ৪০০ বছরের বদিদানের পর আজ ভারতবর্ষে রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে৷ মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন৷ ওই ঐতিহাসিক দিনে, বাংলার মানুষ তাতে শামিল হতে পারবে না, এটা দুর্ভাগ্যের৷ যারা যারা এই সিদ্ধান্ত নিচ্ছে, যারা কাজ করছে, রাষ্ট্রীয় দিবসে লকডাউন হলে মানুষ কিন্তু ছাড়বে না৷’’
আরও পড়ুন- কার্ড ভেদে কতটা রেশন পাবেন গ্রাহকরা? ‘বিজ্ঞাপনে’ জানাবে খাদ্য দফতর
যদিও রাজ্য সরকারের তরফে পূর্বনির্ধারিত সাপ্তাহিক লকডাউন আগেই ঘোষণা করা হয়েছে৷ তার আগেই ৫ অগাস্ট রামমন্দিরের ভূমিপুজোর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে৷ যদিও, ইদ, রাখি, স্বাধীনতা দিবসকে ছাড় দিয়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য৷ ইদ, রাখি উৎসবে লকডাউনে ছাড় মিললেও ২৯ জুলা বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বাংলায় লকডাউন হয়েছে৷
আরও পড়ুন- দলের সঙ্গে বেড়েছে দূরত্ব! তৃণমূলে জোর জল্পনা শুভেন্দু অধিকারীকে ঘিরে
২৮ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’বার লকডাউন সূচি ঘোষণা পর স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে ওই দিনব রাতে জানানো হয়, ২ ও ৯ অগাস্ট লকডাউন করা হবে না৷ কেননা, রাজ্যজুড়ে লকডাউনের তালিকা ঘোষণা করার পরে বিভিন্ন গোষ্ঠীর তরফে দিন বদলের অনুরোধ জমা পড়েছে৷ ওই দিন বিশেষ সম্প্রদায়ের উৎসব ও অনুষ্ঠান পড়েছে৷ ফলে, সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগাস্ট লকডাউন তুলে নেওয়া হচ্ছে৷ নবান্নের তরফে সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৫ অগাস্ট বুধবার, ৮ অগাস্ট শনিবার, ১৬ অগাস্ট রবিবার, ১৭ অগাস্ট সোমবার, ২৩ অগাস্ট রবিবার, ২৪ অগাস্ট সোমবার, ৩১ অগাস্ট সোমবার, এই ৭ দিন সম্পূর্ণ লকডাউনের হবে বাংলায়৷ আর এই সূচি ঘিরে রাম-বিতর্ক তৈরি হয়েছে৷