আলুতে ৩৫, ধানে ৪০০ টাকা কাটমানি যাচ্ছে কালীঘাটে: দিলীপ ঘোষ

আলুতে ৩৫, ধানে ৪০০ টাকা কাটমানি যাচ্ছে কালীঘাটে: দিলীপ ঘোষ

 

কলকাতা: বিরোধীশূন্য রাজ্যসভায় বিল আগেই পাস করিয়েছে শাসক বিজেপি৷ ‘অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন’ ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে৷ আইন কার্যকর হওয়ার কারণে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজের মতো পণ্য আর অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় পড়েছে না৷ ফলে এই পণ্যগুলির উৎপাদন, মজুতদারি, রফতনি ও বিক্রি এবং কোনও ক্ষেত্রে সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকছে না৷ নয়া এই আইন কার্যকর হওয়ার পর আলু, পেঁয়াজের দামেই চোখে জল আসছে সাধারণ জনতার৷ একলাফে পেঁয়াজের দাম ৭০ টাকা, আলুর দাম ৪০ পার করে দিয়েছে৷ বাংলার বাজারে আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আলু-পেঁয়াজ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ সরাসরি কালীঘাটের আঙুল তুলেছেন দিলীপ ঘোষ৷

কৃষি আইনের প্রতিবাদে ইতিমধ্যেই মাঠে নেমেছে তৃণমূল৷ পাল্টা কৃষি আইনের সমর্থনে আইনের উপকারিতা বোঝাতে জেলায় জেলায় প্রচার কর্মসূচিতে নেমেছে বঙ্গ বিজেপি শিবির৷ হলদিয়ায় সেই প্রচার কর্মসূচিতে গিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা করেন তিনি বিজেপি সাংসাদ৷ 

এদিনের প্রচার কর্মসূচিতে দিলীপ ঘোষ সভামঞ্চ সরাসরি প্রশ্ন তোলেন, ‘‘‌কৃষকের বিক্রি করা ৫ টাকার আলু বাংলার বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে৷ ৫ টাকার আলু যদি ৪০ টাকায় বিক্রি হয়, তাহলে বাকি ৩৫ টাকা কোথায় যাচ্ছে?‌’’‌ এদিনের সভামঞ্চ থেকে ৩৫ টাকার হিসাব দেওয়ারও চেষ্টা করেছেন দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপি সভাপতির দাবি, ‘‘‌প্রতি কেজি আলুতে ৩৫ টাকা কাটমানি সরাসরি যাচ্ছে কালীঘাটে৷’’ ধান কেনা প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘‘কেন্দ্র সরকার ধান বিক্রিতে ১ হাজার ৮৬৮ টাকা সহায়ক মূল্য দিচ্ছে৷ কিন্তু পশ্চিমবঙ্গে কৃষকরা ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় ধান বিক্রি করছেন৷ তাহলে বাকি ৪০০ থেকে ৪৫০ টাকা কোথায় যাচ্ছে? কালীঘাটে? ভাই–ভাইপোদের পকেটে যাচ্ছে?’’ বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের বিরুদ্ধে সবর হয়েছেন দিলীপ৷ তাঁর অভিযোগ, ‘‘‌সবজি কলকাতায় নিয়ে গেলে রাস্তায় পুলিশ আটকে তোলা তোলে৷ মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকা টাস্ক ফোর্স পুরোপুরি ব্যর্থ৷ বিজেপি বাংলায় ক্ষমতা এলে এই সব বন্ধ করা হবে৷’’

কৃষি আইনের সমর্থনে দিলীপের মন্তব্য, ‘‘‌আমি গোপীবল্লভপুরের গরিব চাষীর বাড়ির ছেলে৷ আমি জানি কৃষকদের কত কষ্ট করে চাষ করতে হয়৷ তৃণমূল, বাম, কংগ্রেস কৃষকদের টাকা লুঠ করছে৷ বিজেপি কৃষকদের পাশে দাঁড়িয়েছে৷’’ যদিও, প্রথম থেকেই বামেদের হাত ধরে গোটা দেশজুড়ে কৃষক বিদ্রোহ দেখেছে বিশ্ব৷ কৃষদের লংমার্চ আজ ইতিহাস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =