মিডিয়ার দয়া প্রয়োজন হয় না বিজেপির! সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্রোহ দিলীপ ঘোষের

মিডিয়ার দয়া প্রয়োজন হয় না বিজেপির! সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্রোহ দিলীপ ঘোষের

 
কলকাতা: সংবাদমাধ্যম সঠিক দায়িত্ব পালন করছে না৷ বিভ্রান্তকর খবর প্রকাশ করা হচ্ছে৷ সময় যোগ্য জবাব দেবে৷ আজ রাখি বন্ধন উৎসবে সংবাদমাধ্যমের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন ছুড়ে তীব্র হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

আরও পড়ুন- মোদী থাকলে আমি নেই! উমার মন্তব্যে রাম-বিতর্ক! ভেস্তে যাবে ভূমি পুজো?

আজ বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক ডাকেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে রাখি বন্ধন উৎসবে শামিল হওয়ার বার্তা দেন তিনি৷ সেখানে সংবাদমাধ্যমের এক হাত নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘আমাদের সঙ্গে মিডিয়ার ভালো বন্ধুত্ব নেই, শত্রুতাও নেই৷ আমরা মিডিয়ার দয়ায় জিতে আসেনি৷ মিডিয়া বিভ্রান্তকর তথ্য প্রকাশ করছে৷ সংবাদমাধ্যম তার দায়িত্ব পালন করছে না৷ যারা এমন বিভ্রান্তিকর খবর করছে যারা, তাদের উপযুক্ত জবাব দেবে সময়৷’’

আরও পড়ুন- পেনশন পাননি শিক্ষক, প্রধান শিক্ষক-পরিদর্শকের বেতন বন্ধের হুঁশিয়ারি হা‌ইকোর্টের

এরপর বাবুল সুপ্রিয় সঙ্গে ‘বিবাদ’ প্রসঙ্গ তোলেন দিলীপ ঘোষ৷ জানান, ‘‘অনেকেই ভুলভাল কথা বলছেন৷ আমার সঙ্গে নাকি বাবুল সুপ্রিয়র ঝামেলা হয়েছে৷ এমন কোনও ঘটনাই ঘটেনি৷’’ মুকুল রায়ের প্রসঙ্গে দিলীপ ঘোষের যুক্তি, ‘‘মুকুলদা চোখের সমস্যা হওয়ার কারণে দিল্লি থেকে ফিরে গিয়েছিলেন৷ এর সঙ্গে অন্য কোনও সম্পর্ক নেই৷’’ বিজেপির গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘বিজেপিতে কোনও ভেদ, ভুল-বোঝাবুঝি নেই৷ যাঁরা নিজেদের দলের বিভেদ সামলাতে পারছে না, তারাই বিজেপি সম্পর্কে মিথ্যা প্রচার করছে৷ বিজেপি দ্য পার্টি উইথ আ ডিফারেন্স৷ বিজেপিতে কোনও ভুল বোঝাবুঝি নেই৷ যেখানে সমস্যা আছে মেটানোর চেষ্টা চলছে৷’’

আরও পড়ুন- শিল্প-রেশন-ত্রাণে ‘কেলেঙ্কারি’? তথ্য চাইলেন রাজ্যপাল! চ্যালেঞ্জ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী?

দিলীর ঘোষের দাবি, ‘‘সরকারের ভুল ধরে দিলেই বিজেপি বলে তকমা সেঁটে দেওয়া হচ্ছে৷ রাজ্যপাল কে আক্রমণ করে দৈনতা প্রকাশ করছে তৃণমূল৷’’দিলীপ ঘোষ জানান, ‘‘এই সরকারের বিরোধিতা করলেই বিজেপি বলে দেগে দেওয়া হচ্ছে৷ সরকারের বিরোধিতা করলে যদি বিজেপি বলা হয়, তাহলে সবাইকে এই কাজ করা উচিত৷’’ আগামী ৫ আগস্ট রাম মন্দির ভূমি পুজোর দিন বাংলায় লকডাউন প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ৷ জানিয়েছেন, গোটা দেশজুড়ে যখন রাম মন্দির নির্মাণের কাজ হবে, সেদিন বাংলায় কেন লকডাউন করা হচ্ছে? বিজেপি কর্মীরা ওই দিন মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেবেন৷ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাম মন্দির নির্মাণের অংশ নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + six =