মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমফান-দুর্নীতি হয়েছে: দিলীপ

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমফান-দুর্নীতি হয়েছে: দিলীপ

11c8d1a3932f20cd7e7c3e01d1b0dabb

নয়াদিল্লি: আমফান পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তা নিয়ে প্রশাসন থেকে শুরু করে দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী দলের নেতা-কর্মী-প্রশাসনের কর্তাদের সতর্ক করলেও আমফান দুর্নীতি নিয়ে সরাসরি সেই মমতার দিকে আঙুল তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

মাস তিনেক আগে রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে সুপার সাইক্লোন আমফান৷ সেই ঘুর্ণিঝড়ের দাপটে রাজ্যের দুই জেলা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রবল ক্ষতির মুখে পড়েছে৷ সেকথা রাজ্য সরকারের তরফেও বলা হয়েছে৷ রাস্তা মেরামত করতে নামাতে হয়েছিল সেনাবাহিনীকে। আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে রাজ্য সরকার। সেই মতো বিভিন্ন এলাকায় ক্ষতিপূরণের টাকাও দেওয়া হয়। তবে তারমধ্যেই উঠে আসে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ। নেতার ঘনিষ্ঠ বা আত্মীয়কে টাকা দিয়ে, প্রকৃত ক্ষতিগ্রস্তকে বঞ্চিত করা হয়েছে বলে একযোগে সরব হয় বিরোধীরা৷

তারমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক ও দলীয় স্তরে কড়া বার্তাও দিয়েছেন৷ ভুল ব্যক্তি বা পরিবারকে দেওয়া টাকা ফিরিয়ে নিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সেই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ নয়াদিল্লিতে সাউথ অ্যাভিনিউর বাড়িতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি৷ তাঁর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমফান দুর্নীতি হয়েছে৷ এগুলি শুধুমাত্র সংবাদমাধ্যমের সামনে বলার জন্যই বলা হয়েছে৷’’ দিলীপ ঘোষের প্রশ্ন, “তৃণমূল নেতাদের ইঙ্গিতে এক পরিবারের একাধিক ব্যক্তিকে টাকা দেওয়া হয়েছে৷ আজ পর্যন্ত কতজনকে বহিস্কার বা এফআইআর করা হয়েছে?’’ টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘লক্ষাধিক ব্যক্তিকে টাকা দেওয়া হয়েছে৷ কতজনের থেকে টাকা ফেরৎ নেবেন মুখ্যমন্ত্রী?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *