নয়াদিল্লি: রাজভবনে নজরদারি চালানো হচ্ছে বলে রবিবার অভিযোগ তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ এ বিষয়ে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি৷ রাজ্যপালের এহেন অভিযোগের কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ৷ তাঁর অভিযোগ, বিজেপির নেতাকর্মীদের ওপর নজরদারি চালাচ্ছে নবান্ন৷ এখানেই না থেমে দিলীপের আরও অভিযোগ, দলের নেতাকর্মীদের ফোনও আড়িপাতা হচ্ছে৷
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, তিনি তথ্য জানার অধিকার আইনে একাধিকবার আবেদন করলেও কোনও তথ্য জানানো হয়নি। তাঁর কথায়, ‘‘রাজ্য সরকারের তরফে কোনও তথ্য দেওয়া হয় না, শুধু বিভিন্ন দফতরে ঘোরানো হয়৷” নজরদারি ইস্যতে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, “পুলিশ কেবল আমাদের ওপর নজরদারি করে, সুরক্ষা দেয় না৷” তাঁর আরও অভিযোগ, “পুলিশের সামনে আমাদের দলের নেতাকর্মী খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছে, অথচ তারা কিছুই করছে না৷ তারা শুধুমাত্র রাজ্য সরকার এবং তৃণমূল নেতৃত্বের চর হিসেবে কাজ করছে৷” দিলীপের অভিযোগ, কোনও অন্যায় বা অনিয়মের প্রতিবাদ করে না পুলিশ৷ তাঁর কথায়, “শুধুমাত্র বিজেপিকে আটকানো এবং তাঁদের ওপর নজরদারি চালানো পুলিশের একমাত্র কাজ হয়ে উঠেছে৷”
রাজভবনের উপর চলছে নজরদারি! এমনই অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর বক্তব্য, রাজভবনের উপর নজরদারি করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের পবিত্রতা ধ্বংসের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি আপনাদের সবাইকে বলতে চাই, রাজভবনের উপর নজরদারি চলছে। এটি রাজভবনের পবিত্রতা লঙ্ঘন করছে। আমি এই পবিত্রতা রক্ষার জন্য সবরকমভাবে চেষ্টা চালাব৷’’