আরজি কর-কাণ্ডে উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্ণায় বিজেপি বিধায়কেরা

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবার বিধানসভায় ধর্নায় বসলেন বিজেপি বিধায়কেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে…

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবার বিধানসভায় ধর্নায় বসলেন বিজেপি বিধায়কেরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে স্লোগান তোলেন তাঁরা৷ বিজেপি বিধায়কদের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ‘‘এটা সংঘটিত গণধর্ষণ এবং খুনের ঘটনা৷  রাজ্য সরকার চাইছে সত্যিটা ধামাচাপা দিতে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘আরজিকর-কাণ্ডে মূল অভিযুক্তদের আড়াল করতে উঠে পড়ে লেগেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশেই এই কাজ করেছে পুলিশ৷’’

বিধানসভার ভবনের সামনে বসে স্লোগান তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। একই অভিযোগ তোলেন তিনিও৷ বলেন, ‘‘আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।’’ বিজেপি বিধায়কের হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘একটাই দাবি— স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।’