চন্দনার বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে হুমকি ফোন, অভিযোগ কৃষ্ণর ‘প্রথম স্ত্রী’র

চন্দনার বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে হুমকি ফোন, অভিযোগ কৃষ্ণর ‘প্রথম স্ত্রী’র

কলকাতা:  রাজ্যের সবচেয়ে দরিদ্র বিধায়ক চন্দনা বাউড়ির দ্বিতীয় বিয়ের খবরে সরগরম রাজ্য রাজনীতি৷ স্বামী-সন্তান ছেড়ে চন্দনা তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডর সঙ্গে বিয়ে করেছেন বলে জোড় জল্পনা৷ এই বিতর্কে এবার যুক্ত হল নতুন অধ্যায়৷ চন্দনার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের জন্য আসছে বিজেপি’র হুমকি৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কৃষ্ণর প্রথম স্ত্রী রুম্পা কুণ্ডু৷  

আরও পড়ুন- ‘বাঘ আর বাঘের ছাল পরা বিড়ালের তফাৎ স্পষ্ট’, শুভেন্দুকে তীব্র কটাক্ষ কুণালের

এদিন রুম্পা বলেন, ‘বিভিন্ন রকম কথা বলা হচ্ছ৷ যা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে৷ বলার আর কিছুই নেই৷ জীবন শেষ হয়ে গেল৷’ নিজের গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কেও অভিযোগ উঠেছে চন্দনা বাউড়ির বিরুদ্ধে৷ চন্দনা একথা স্বীকার না করলেও, ফলাও করে তা স্বীকার করেছেন কৃষ্ণ৷ এই মর্মে নিজের স্বামী ও চন্দনা বাউড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুম্পাদেবী৷ তাঁর অভিযোগের প্রেক্ষিতে চন্দনা ও কৃষ্ণর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ৪৯৮ এ (বধূ নির্যাতন), ৪৯৪ (বিবাহ বহির্ভূত সম্পর্ক), ৪০৬ (বিশ্বাস ভঙ্গ), ৫০৬ (হুমকি)-এর মতো ধারা৷

এদিকে বিবাহ বহির্ভূত মামলায় অভিযুক্ত কৃষ্ণ স্ত্রীর অভিযোগকেই সমর্থন জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, ভোটের পর থেকেই আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়৷ যদি জামতাম এঁদের মতো লোক বিজেপি করে তাহলে কোনও দিন বিজেপি করতাম না৷ গোটা শালতোড়া বিধানসভা পরিচালন করলাম৷ অথচ ভোটের পর একটা খবরও নিল না৷ এখন হুমকি দিচ্ছে৷

আরও পড়ুন- করোনাকালে কেন খুলছে না স্কুল? যা বললেন শিক্ষামন্ত্রী

অন্যদিকে, সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের অভিযোগ, আমি যদি হুমকি দিয়ে থাকি, তাহলে ফোনে রেকর্ড থাকবে৷ সবটাই মিথ্যে৷ ও আমার বিরুদ্ধে আদালতে যাক৷ কোর্টেই সব প্রমাণ হবে৷ কৃষ্ণ জানান এই হুমকির অভিযোগ থানায় দায়ের করা হয়েছে৷ এর প্রেক্ষিতে তাঁদের নিরাপত্তায় একজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =