কলকাতা: ভোট পর্ব মিটে গিয়েছে বেশ কয়েক মাস হল কিন্তু উস্কানিমূলক মন্তব্য করা এখনো বন্ধ হচ্ছে না। বিরোধী দলের কর্মীদের মারধর করা থেকে শুরু করে হাত-পা ভেঙে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে এখনও। সম্প্রতি এই ধরনের মন্তব্য করেই বিতর্কের শিরোনামে এসেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি তাঁর দলীয় কর্মীদের পরামর্শ দিয়েছেন যাতে তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করে।
উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, তিনি প্রকাশ্যে বলে যাচ্ছেন যে শাসক দলের কোনো নেতা যদি গুন্ডাগিরি করে বা দাদাগিরি করতে চায় তাহলে বিজেপি কর্মীরা যেন তার হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেয়! আর এই কারণে যদি কারুর বিরুদ্ধে মামলা হয় তাহলে তিনি কর্মীদের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন স্বপন। তিনি বলেন, ‘কেস হলে আমি ছাড়াবো’। স্বাভাবিকভাবেই জনসমক্ষে এই ধরনের মন্তব্য করে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বিজেপির বিধায়ক। এখানেই না থেমে শাসকদলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, বিজেপি এবং সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছে ঘাসফুল শিবির। তাই শুরু থেকেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। বিজেপির কোনো কর্মকর্তা বা কর্মী যদি মার খাবেন তাহলে তার তীব্র প্রতিবাদ করতে হবে। বিজেপি কর্মীদের যদি মারধর করা হয় তাহলে যেন তৃণমূল কংগ্রেস কর্মীরা আর নিজের এলাকায় ফিরতে না পারে! এই প্রসঙ্গে আলোরানীকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হলে তিনি আস্ত শরীর নিয়ে এলাকায় যেতে পারবেন না।
বিজেপি বিধায়কের এই ধরনের মন্তব্য যে আবারো গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য। কারণ বিধানসভা ভোটের আগে কার্যত এই ধরনের কুমন্তব্য গেরুয়া শিবিরকে ভোটে ডুবিয়েছে।