লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার গান বাঁধলেন বিজেপির বিধায়ক

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার গান বাঁধলেন বিজেপির বিধায়ক

2efa923c0c8e13be431a45134d51e306

নদিয়া: গান্ধিগিরি বললেও কম বলা হয়৷ মুখ্যমন্ত্রীর স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে তীব্র কটাক্ষ করে এবার গান বাঁধলেন হরিণঘাটা বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার৷ তাঁর দাবি, ‘‘কথা এবং গানের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি৷’’ ইতিমধ্যে বিষয়টি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে৷ শাসকদল অবশ্য বিষয়টিকে পাত্তা দিতে নারাজ৷ তৃণমূলের স্থানীয় নেতারা বলছেন, ‘‘মানুষের রায়ে গো হারান হারার পরও বিজেপির লজ্জা নেই৷ তাই মুখ্যমন্ত্রীকে খাটো করার চেষ্টা হচ্ছে৷ বাংলার মানুষ এর জবাব দেবেন৷’’

হরিণঘাটা বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার তাঁর কথা ও সুরের মাধ্যমে বলেছেন, ‘দেখো আজ ভাই লক্ষীর ভান্ডারে কত অসহায় লক্ষী, প্রমাণ মিলল এবারে।’ তাঁর গানের মাধ্যমে উঠে এসেছে প্রশাসনের তাড়া খেয়ে লক্ষ্মীরা আজ কিভাবে পদপিষ্ট হচ্ছেন৷ এছাড়াও ‘ত্রাণ চাই না পরিত্রান চাই৷ স্বনির্ভর হতে চাই।’ ঠিক এই ভাষাতেই গান বেঁধেছেন তিনি৷ ইতিমধ্যে সেই গান ভাইরাল হয়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে শাসকদলের নেতাদের৷

এবারের ভোট প্রচারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার বাংলার তখতে বসার পর তিনি সেই কাজ শুরুও করেন৷ ইতিমধ্যে ১ সেপ্টেম্বর থেকে বাংলার অনেক লক্ষ্মী এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতেও শুরু করেছেন৷ একই সঙ্গে চলছে লক্ষীর ভান্ডার এবং দুয়ারের সরকারের আবেদনপত্র জমা নেওয়ার কাজ৷ একাধিকবার করোনা বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে বিভিন্ন শিবিরে।

অসীমবাবু জানান, পাঁচশো টাকার জন্য বাংলার মহিলাদের যেভাবে রাস্তায় দাঁড়িয়ে লাইন দিতে হচ্ছে, চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে৷ গানের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র৷ তাঁর কথায়, ‘‘মেয়েরা লক্ষ্মীর জাত। কিন্তু প্রতিটি মহিলা পাঁচশো এবং হাজার টাকার জন্য যেভাবে ছুটে চলেছেন তাতে একদিকে যেমন তাঁরা হয়রানি হচ্ছেন তেমনই করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে৷ এটা সত্যিই উদ্বেগের৷’’ ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পকে কেন্দ্র করে বিধায়কের বাঁধা গান ভাইরাল হয়ে যাওয়ায় অস্বস্তিতে শাসক৷ যদিও তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *