এর শেষ দেখেই ছাড়ব! হেমতাবাদ বিধায়কের রহস্য মৃত্যুতে সিবিআই চাইলেন দিলীপ

এর শেষ দেখেই ছাড়ব! হেমতাবাদ বিধায়কের রহস্য মৃত্যুতে সিবিআই চাইলেন দিলীপ

 
হেমতাবাদ:  উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধায়কের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে৷ দিলীপ ঘোষ এই মৃত্যুর নেপথ্যে বড় ষড়যন্ত্র আছে বলে মনে করছেন৷ তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন৷

জানিয়েছেন, এর শেষ দেখে ছাড়ব৷ বাংলায় একজন জনপ্রতিনিধির এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন দিলীপের৷ বিন্দলের রায়দীঘি গ্রামে দোকানের বারান্দা থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাঁকে কেউ খুন করেই ঝুলিয়ে দিয়েছে৷ তবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই বিধায়ক৷

সোমবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় দড়ি বাঁধা ছিল৷ দড়ি বাঁধা ছিল হাতে৷ হেমতাবাদের বিধায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানিয়েছেন, ‘এভাবে কাউকে আত্মহত্যা করতে দেখেছেন? এটা পরিষ্কার দেবেন্দ্রনাথকে খুন করা হয়েছে৷ ওখানকার যুব তৃণমূল নেতার নাম উঠে আসছে৷ ২১-এর ভোটের আগে পথের কাঁটা সরাতে দেবন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে৷’

সোমবার সকালে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘দেবেন্দ্রনাথ রায়কে হত্যা করা হয়েছে৷ কখনই আত্মহত্যা হতে পারে না৷ দেখে মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছেন৷ চোখে চশমা, এমনকী পকেটে মোবাইল পর্যন্ত রয়েছে৷ সব থেকে বড় কথা, হাত দড়ি দিয়ে বাঁধা৷’ তিনি জানান, ‘দেবেন্দ্রনাথ রায়কে হত্যার ঘটনার সঙ্গে তৃণমূলের যুব নেতার নাম উঠে আসছে৷ এই নিয়ে ১০৫ জনের হত্যা হল৷’

বিজেপি সভাপতির অভিযোগ, ‘তৃণমূলের ওই যুবনেতা খুন করেছে দেবেন্দ্রনাথ রায়কে৷ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ছিলেন দেবেন্দ্রনাথ রায়৷ রাজনৈতিক অভিসন্ধি ছাড়া তাঁকে কেন কেউ খুন করতে যাবেন৷’ তাঁর আরও অভিযোগ, এর আগেও তৃণমূল  হত্যা করে আত্মহত্যা দেখাতে চেয়েছে৷ এই প্রসঙ্গে তিনি পুরুলিয়ার প্রসঙ্গে টেনে আনেন৷ তিনি বলেন, পুরুলিয়াতে আত্মহত্যা দেখাতে চেয়েছিল তৃণমূল। পরে বিজেপি যাদের সন্দেহ করেছিলেন, তাদের পুলিশ গ্রেফতার করে৷ পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন৷ বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷ স্থানীয় তৃণমূলের তরফেও তোলা হয়েছে তদন্তের দাবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =