প্রকাশ্যে গেরুয়া দ্বন্দ্ব! অপব্যাখ্যার দাবি বিজেপির বিধায়কের!

প্রকাশ্যে গেরুয়া দ্বন্দ্ব! অপব্যাখ্যার দাবি বিজেপির বিধায়কের!

নদিয়া: গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া মানে রাজনীতি ছেড়ে দেওয়া নয়, মন্তব্য বিজেপি বিধায়কের৷ বিজেপির গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে মিডিয়া যেভাবে রাজনৈতিক রঙ লাগাচ্ছে মোটেও সেটা ঠিক নয়৷ হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বের হওয়া প্রসঙ্গে রবিবার এমনই তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়।

উল্লেখ্য বিজেপির নতুন রাজ্য কমিটি গঠনের পর প্রকাশিত তালিকায় দেখা যায়, পুরনো একাধিক মুখ এবারের তালিকা থেকে বাদ পড়েছেন৷ প্রসঙ্গত, নতুন রাজ্য কমিটি গঠনের পরই রাজ্য কমিটির গ্রুপ থেকে বেরিয়ে যান মোট পাঁচ জন বিধায়ক। তাদের মধ্যে তিন জন বিধায়ক নদীয়ার৷ স্বাভাবিকভাবেই তা নিয়েই বাড়ছে দল বদলের জল্পনা৷

যদিও হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া  প্রসঙ্গে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের ব্যাখ্যা, ‘‘আমরা গ্রুপ থেকে বেরিয়েছি বলে এই নয় যে রাজনীতি ছেড়ে দিচ্ছি। মিডিয়া সহ অন্যান্যরা যেভাবে এটা কে ভুল প্রচার করছে সেটা মোটেও ঠিক নয়।’’ অম্বিকাদেবী প্রকাশ্যে একথা বললেও তাঁর ঘনিষ্ট মহলের দাবি, দল ছাড়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ না করলেও পুরো ঘটনায় তিনি অপমানিত বোধ করেছেন৷ কারণ, একুশে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে বিশেষ ভূমিকা পালনের পরও যেভাবে স্রেফ গোষ্ঠী রাজনীতির জন্য রাজ্য কমিটি থেকে বাদ পড়তে হয়েছে তা ভালভাবে মেনে নিচ্ছেন না বাদ পড়া নেতা, নেত্রীরা৷ সেই কারণেই তারা গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। যার জেরে আগামীদিনে রাজ্য ও জেলায় জেলায় বিজেপির অন্তর্কলহ আরও সামনে আসবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =