‘এবারে হবে না, পরের বার আসবেন’, নিজ কেন্দ্রেই ভোট দিতে পারলেন না অগ্নিমিত্রা

‘এবারে হবে না, পরের বার আসবেন’, নিজ কেন্দ্রেই ভোট দিতে পারলেন না অগ্নিমিত্রা

db2a14dcde35c6767aa5832195b95f39

আসানসোল: ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল৷ সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় আসানসোলে৷ চলেছে গুলি, ঝরেছে রক্ত৷ আশান্তির আবহে নিজ কেন্দ্রেই ভোট দিতে পারলেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ 

আরও পড়ুন- সমস্ত পদের অবলুপ্তি! তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক, মমতা ছাড়া ১৯ জন

অনলাইনে ভোটার তালিকায় তাঁর নাম উঠে গিয়েছে৷ কিন্তু আজ এলআইসি ক্যান্টিন ভোট কেন্দ্রে ৫৪ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এসে জানতে পারেন সেখানে তাঁর নামই নেই। তাই ভোট না দিয়েই ফিরে যেতে হয় তাঁকে৷ জানান অনলাইনে ভোটার তালিকায় নাম থাকলেও এখানকার ভোটার লিস্টে তাঁর নাম নেই।  এই গাফিলতির দায় তিনি চাপিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের উপরে। 

অগ্নিমিত্রার অভিযোগ, অনলাইনে ফোনে তাঁর কাছে তালিকা রয়েছে। সেখানে নিজের নাম দেখেই ভোট দিতে এসেছিলেন৷ সেখানে নামের পাশে ভোটকেন্দ্র ও অন্যান্য তথ্যও দেওয়া রয়েছে। কিন্তু ভোট দিতে এসে দেখেন অফলাইনে প্রকাশিত নামের তালিকায় তাঁর নাম নেই। আর সেই তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারবেন না। ভোটকেন্দ্রে পৌঁছনোক পর তাঁকে বলা হয়, এ বছর কোনওভাবেই তিনি ভোট দিতে পারবেন না। পরের বার যখন ভোট হবে তখন আসবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *