কলকাতা: রেজিস্ট্রি ২৮ মে। নির্যাতনের অভিযোগে স্ত্রী থানায় এলেন ৭ জুন। বিয়ের মাত্র ১১ দিনের মধ্যেই বড় অভিযোগ উঠল বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যার পর এই খবর জানাজানি হতেই এখন আর ‘হদিশ’ মিলছে না রানাঘাট দক্ষিণের বিধায়কের। এমনকি পুলিশও তাঁর খোঁজ পাচ্ছে না এখনও পর্যন্ত। বিধায়কের ফোনও নাকি বন্ধ। তাহলে কোথায় গেলেন তিনি?
বিজেপি বিধায়কের স্ত্রী তিলজলা থানায় বধূ নির্যাতন-সহ বিভিন্ন অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের পর দিন থেকেই নাকি মুকুটমণি সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদ চাইতে শুরু করেন স্ত্রীর থেকে। শুধু তাই নয়, মোটা অঙ্কের টাকাও দাবি করেন। যদিও এই বিষয়ে বিধায়কের বাড়ির লোক কেউই মুখ খোলেলনি। অন্যদিকে রাজ্য বিজেপির নেতারাও মুকুটমণির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন। অনেকেই মনে করছেন, বিষয়টি যেহেতু পুলিশের হাতে চলে গিয়েছে তাই আলাদা করে এখনই কোনওভাবে মুখ খুলতে রাজি হচ্ছেন না বিধায়ক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রাজ্য নেতাতেই ভরসা রাখছে কেন্দ্রীও বিজেপি। Panchayat Election 2023″ width=”853″>
প্রসঙ্গত, কলকাতার এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ২০১৪ সালে এমবিবিএস পাশ করেন মুকুটমণি অধিকারী। একাধিক হাসপাতালে চিকিৎসার সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি রাজনীতিতে চলে আসেন। ২০১০ সালে রানাঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী করে তাঁকে। যদিও তখন তাঁর ইস্তফা স্বাস্থ্য দফতর গ্রহণ না করার জন্য বিজেপিকে প্রার্থী বদল করতে হয়। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে তাঁকে প্রার্থী করা হয়। সেখানে জেতেন তিনি।