ভোটের প্রাক্কালেই বিএসএফ সাক্ষাৎ দিলীপ-সুকান্তর! গর্জে উঠল তৃণমূল

ভোটের প্রাক্কালেই বিএসএফ সাক্ষাৎ দিলীপ-সুকান্তর! গর্জে উঠল তৃণমূল

4a1c47b538d11cf1e7890e8cc09eef47

কলকাতা: সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে বিজেপি প্রতিনিধিদলের বৈঠক নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত এবং অভিসন্ধিমূলক বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে। দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। আগামী শনিবার নির্বাচনের আগে বিজেপির এই বৈঠককে দুরভিসন্ধিমূলক মূলক বলেও তৃণমূলের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। 

উল্লেখ্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ দলের এক প্রতিনিধি দল গতকাল কোচবিহার দুই নম্বর ব্লকের কাকরিবারি এলাকায় বিএসএফের শিবিরে গিয়ে ডিআইজির সঙ্গে সাক্ষাতের পরেই তৃণমূল কংগ্রেস তা নিয়ে আপত্তি তুলেছিল। আসলে এখন আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বুধবার সকালে কোচবিহারের কাঁকড়িবাড়িতে ছিলেন তাঁরা যেখানে নির্বাচনী প্রচারে বেরিয়ে বিএসএফের ক্যাম্পে যান দুজনে। আধা সেনার কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। এই নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। 

যদিও এই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়ে বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, তিনি যেখানেই যান বিএসএফের সঙ্গে কথা বলেন। বাংলা হলে বাংলা, দিল্লি গিয়েও তিনি তাই করেন। তাই এটা কোনও বড় ইস্যু নয়। পুরোটাই সৌজন্যমূলক সাক্ষাতকার বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *