রবীন্দ্রজয়ন্তীতে রাজনীতি নিয়ে ভয়? 'শাহি' জনসভা বাতিল করতে পারে বিজেপি

কলকাতা: বিষয় যাই হোক, রাজনীতি ঢুকে পড়ে সেখানে। এটাই যেন দস্তুর হয়ে গিয়েছে। কিন্তু তা বলে রবীন্দ্রজয়ন্তীতেও রাজনৈতিক কার্যকলাপ? না, এই ঝুঁকিটা হয়তো আর নিতে চাইছে না বিজেপি শিবির। তাই অমিত শাহের জনসভা বাতিল করার পথে তারা। দু’দিনের সফরে বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রবীন্দ্রজয়ন্তীতে জনসভা করার কথাও ছিল তাঁর। কিন্তু সূত্রের খবর, সেই সভা হচ্ছে না।
তৃণমূল কংগ্রেস বরাবর এটাই দাবি করে আসে যে বিজেপি বাঙালির দল নয়। বরং বহু ক্ষেত্রে তারা বাংলা বা বাঙালির বিরুদ্ধে কাজ করে। আর এটা আলাদা করে বলতে হয় না যে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জন্য কী। তাই রবীন্দ্রজয়ন্তীতে বিজেপি যদি কোনও রাজনীতির কথা বলে তাহলে তা বাংলার মানুষ মেনে নেবে না, এমনটাই ধারনা হয়েছে তাদের। তাই ওইদিন রাজনৈতিক কর্মসূচি বা জনসভা থেকে বিরত থাকতে চাইছে তারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রজয়ন্তীতে রাজনৈতিক কর্মসূচি করলে বঙ্গের যা সমর্থন আছে বিজেপির তা নড়বড় হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই কারণে কোনও রকম ঝুঁকি নিতে তারা আগ্রহী নয়।
যদিও জানা গিয়েছে, কলকাতায় এসে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কোনও ‘রাজনৈতিক কর্মসূচি’ করবেন না তিনি। বিজেপির বঙ্গ নেতৃত্বের অনুমান, রবীন্দ্রজয়ন্তীতে বাংলার মানুষ হিন্দি ভাষণ শুনতে কোনও ভাবেই চাইবেন না। তাই জনসভা যেখানেই হোক তা বৃথা হবে। তাই এই দিনটি থেকে রাজনীতিকে দুরেই রাখছে গেরুয়া বাহিনী।