শীর্ষ নেতার নির্দেশে বলেছি! শুভেন্দুকে ‘চোর’ বলা সুরজিৎ আরও বিস্ফোরক

শীর্ষ নেতার নির্দেশে বলেছি! শুভেন্দুকে ‘চোর’ বলা সুরজিৎ আরও বিস্ফোরক

d7bc04223918c812184ca9ba14c7470a

কলকাতা: বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাওড়া জেলা বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। তবে সেই মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কৃত করেছে বিজেপি। কিন্তু বহিষ্কার হওয়ার পরেও একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছেন তিনি। এবার ওই বহিস্কৃত বিজেপি নেতা দাবি করলেন, দলের এক শীর্ষ নেতার কথায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ছিলেন তিনি! যদিও কে তাকে নির্দেশ দিয়েছিল সেই ব্যাপারে এখনও খোলাসা করেননি সুরজিৎ।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে একদিকে যেমন চোর বলে আক্রমণ করেছিলেন তিনি, অন্যদিকে তার সততার প্রমাণ পর্যন্ত চেয়ে ছিলেন। সেই প্রেক্ষিতেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই বহিস্কৃত বিজেপি সভাপতি সুরজিৎ সাহা আজ বলেছেন, রাজ্যের এক শীর্ষ নেতা বলেন তিনি সাংবাদিকদের সামনে মুখ খুলে ছিলেন আর সেই নেতাই তাকে বলির পাঠা করে দিয়েছে! সুরজিতের এই বক্তব্য অবশ্যই বিস্ফোরক এবং ব্যাপক জল্পনা সৃষ্টির করেছে কারণ অনেকেই বুঝতে পারছেন না যে তিনি আদতে কার কথা বলতে চেয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবার পর থেকেই যে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর একটা দূরত্ব ছিল সে কথা প্রায় সকলেই জানেন। তাহলে কি দিলীপের দিকে অভিযোগের আঙুল তুললেন সুরজিৎ? জল্পনা থাকলেও এখনই এ ব্যাপারে হলফ করে কিছু বলা যাচ্ছে না। তবে এ নিয়ে আগামী দিনের যে চর্চা হবে তা বলাই বাহুল্য। কারণ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিজেও দলীয় অসন্তোষের কথা মেনে নিয়েছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। তিনি বলেছেন, আগে থেকেই শুভেন্দুকে নিয়ে অসন্তোষ ছিল দলে এবং তার জন্য অনেকে দল ছেড়ে দিয়েছেন। তবে সর্বোপরি দলীয় নিয়ম-শৃঙ্খলা সকলকেই মেনে চলতে হবে বলে জানিয়েছেন দিলীপ।

আসলে সুরজিৎ জানিয়েছিলেন, তিনি দল বিরোধী কোনো কাজ করেননি। দলের কর্মীদের অপমান করা হয়েছে বলে তিনি প্রতিবাদ জানিয়েছেন। ভবিষ্যতে শুভেন্দু অধিকারীকে নিয়ে তার মনোভাব যে বদলাবে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *