এবার থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি সায়ন্তনের, পাল্টা মারের ঘোষণা তৃণমূলের

এবার থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি সায়ন্তনের, পাল্টা মারের ঘোষণা তৃণমূলের

দাঁতন: টুইট করে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন খোদ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সাফ জানিয়ে দিয়েছিলেন, এবার ‘বদলাও হবে, বদল হবে৷’ রাজ্য বিজেপি সভাপতির এই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ দিলীপ ঘোষের টুইটকে কেন্দ্র তৈরি হওয়া বিতর্কের আগুন আরও খানিকটা বাড়িয়ে তুললেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷ দাঁতনে বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার অনুব্রত মণ্ডলের ‘পুলিশের গাড়িতে বোমা মারুন’ কৌশলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু৷

আজ দাঁতনে বিজেপি কর্মী মৃত্যুর প্রতিবাদে বিশাল জনসভা করেন বিজেপি নেতা সায়ন্তন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার দু’য়েক কর্মী সমাবেশ করে জনসভা করেন তিনি৷ জনসভা থেকে সরাসরি থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন তিনি৷

জনসভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতার মন্তব্য, ‘‘আর ক'টা দিন অপেক্ষা করুন৷ পুলিশকে আমরা বুঝে নেব৷ এখানে সমস্ত মানুষকে আমি বলে গেলাম, ছ’টা মাস অপেক্ষা করুন৷ টেনে টেনে বুঝে নেব৷ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব৷ আজ বলছি, পুলিশের গাড়ি ভাঙচুর করবেন না৷ পুলিশকে মারবেন না৷ আর যদি আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়েছে, মৃত্যু হয়, পুলিশ যদি অত্যাচার করে, তাহলে আমরা দাঁতন থানা জ্বালিয়ে দেব৷ যত বড় পুলিশ অফিসার হোক, আপনারা পুলিশের গায়ে হাত দেবেন না৷ যেদিন আমাদের কর্মীদের গায়ে হাত লাগে, তাহলে থানা আমরা জানিয়ে দেব৷’’

অন্যদিকে, বিজেপি নেতাকে পাল্টা দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা৷ তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির মন্তব্য, ‘‘বিজেপি নেতা সায়ন্তন বসু দাঁতন থানা জ্বালিয়ে দেবে বলছে৷ মানুষ সন্তানকে মেরে দেবে৷ আজ বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে নাটক করছে বিজেপি৷ এরা তো কেন্দ্র সরকারের নিয়ম মানছে না৷ হাজার দু’য়েক লোক আনিয়ে মিছিল, জনসভা করছে৷’’

দাঁতনে বিজেপি কর্মী খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে পুলিশ৷ স্থানীয় পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হয়েছেন বিজেপি কর্মী৷ এর পিছনে রাজনৈতিক কোনও কারণে নয় বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তরা সবাই পরিযায়ী শ্রমিক৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ খারিজ করে জানানো হয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণে বিজেপি কর্মী খুন হয়েছেন৷ এর পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই৷ ব্যক্তিগত আক্রোশে খুন৷ আরও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ৷ তবে, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হবে কি না, তা নিয়ে এখনও পুলিশের তরফে কিছুই জানানো হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =