বসিরহাট: ‘‘বাংলায় তালিবানি শাসন চলছে৷ আফগানিস্তানে তালিবানি শাসন চালু হওয়ায় উৎফুল্লিত বাংলার তৃণমূলের নেতারা৷ এখানে তৃণমূল নেতারা থাকলে কয়েক বছর পর বাংলাতেও তালিবানরা শাসন করবে।’’ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
শনিবার বসিরহাট মহকুমা আদালতে পুরনো একটি মামলায় হাজিরা দিতে আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি আদালতের কাজ মিটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। আফগানিস্তানে তালিবানি শাসন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন সায়ন্তন৷ তাঁর কথায়, ‘‘বাংলাও তো তালিবানের চেয়ে কোনও অংশে কম নেই৷ অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলেও আপনাকে ওদের (তৃণমূলের ) অত্যাচারের মুখে পড়তে হবে৷’’
সোমবার নতুন ভাবে সাংগঠনিক জেলা ও ব্লক ভাগ করে ‘এক কর্মী এক পদ’ নীতিকে সামনে রেখে নতুন ভাবে কর্মীদের দায়িত্ব দিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গ উত্থাপন করে সায়ন্তন বলেন, ‘‘তৃণমূলে মাত্র দুটি পোস্ট৷ একটা মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বাকি সব ল্যাম্পপোস্ট৷ যখন খুশি ওরা পদ দিতে পারে, আবার তাড়িয়ে দিতেও পারে৷ বাকিরা সবাই চাকর-বাকরের মত রয়েছে৷’’
দাবি করেছেন, ‘‘বিজেপির যেভাবে সাংগঠনিক জেলা বা ব্লক ভাগ করে দল তৈরি করেছে তৃণমূল সেটাই অনুসরণ করছে৷’’ ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ, ‘‘ তবে ওনারা অনুকরণ করতে পারে, কিন্তু বিজেপির মত আদর্শ হতে পারবে না৷’’ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা৷ সায়ন্তনের কথায়, ‘‘লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এলাকার মহিলাদের ছিনিমিনি খেলছে, আর তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে৷ শুধু ফর্মই ভরবে, কাজের কাজ কিছু হবে না।’’