দলীয় নেতৃত্বকে বিঁধে অভিষেকের প্রশংসায় মুখর সৌমিত্র, তৃণমূলকে কি ‘বার্তা’ দিলেন তৃণমূল?

বাঁকুড়া: প্রাক্তন স্ত্রীকে হারিয়ে আরও একবার সংসদে বিজেপি’র সৌমিত্র খাঁ (Saumitra Khan)৷ কিন্তু জিতেই একী বললেন! দলের সমালোচনা করে প্রশংসায় (Praises) ভরালেন অভিষেককে (Abhishek Banerjee)৷…

BJP leader Saumitra Khan wins

বাঁকুড়া: প্রাক্তন স্ত্রীকে হারিয়ে আরও একবার সংসদে বিজেপি’র সৌমিত্র খাঁ (Saumitra Khan)৷ কিন্তু জিতেই একী বললেন! দলের সমালোচনা করে প্রশংসায় (Praises) ভরালেন অভিষেককে (Abhishek Banerjee)৷ পাশাপাশি বিঁধলেন দলীয় নেতৃত্বকে (Criticizing BJP leadership)৷ তাঁর কথায়, দলের নেতৃত্বে অনভিজ্ঞতার জন্যেই এই বিপর্যয়।

ফলঘোষণার পরের দিনই বিজেপি নেতৃত্বের (BJP leadership) এমন সমালোচনা, সেই সঙ্গে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার অর্থ কী? তবে কী কোনও ইঙ্গিত দিতে চাইছেন বিষ্ণুপুর লোকসভা আসনের তিন বারের জয়ী সৌমিত্র খাঁ? প্রকাশ্যে অভিষেকের প্রশংসা করে তৃণমূলকে কী ‘বার্তা’ দিতে চাইছেন সৌমিত্র? নাকি তাঁর বার্তা শুভেন্দু অধিকারীর প্রতি?

২০১৪ সালে তৃণমূলের টিকিটে প্রথম বার সাংসদ গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সৌমিত্র খাঁ। ২০১৯ সালে দলবদল করে বিজেপি’র টিকিটে সাংসদ হন। প্রথম বার প্রায় দেড় লাখ এবং দ্বিতীয় বার ৭৮ হাজার ভোটে জিতেছিলেন সৌমিত্র৷ তবে এ বারের জয়ের ব্যবধান অমেক কম৷ মাত্র ৫,৫৬৭৷ যদিও শেষ পর্যন্ত নিজের আসন ধরে রেখেছেন সৌমিত্র। নিজের প্রাক্তন স্ত্রী তথা হুগলি জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে জয়ী হয়েছেন তিনি।

Bengal: Soumitra Khan wins Bishnupur Lok Sabha seat despite criticizing BJP leadership.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *